দামুড়হুদার মুন্সিপুর সীমান্তে বিজিবির সোর্সের হাতে কৃষক লাঞ্ছিত

 

মোটরসাইকেল ভাঙচুর : ৭৫ হাজার টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগ

ভ্রাম্যমাণ সংবাদদাতা: দামুড়হুদার কার্পাসডাঙ্গা ইউনিয়নের সীমান্তবর্তী মুন্সিপুর গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিজিবির কথিত সোর্স  মোলাম ও তার ছেলে তুহিন এক কৃষককে মারধর করে তার কাছে থাকা নগদ ৭৫ হাজার টাকা ছিনিয়ে নেয়া ও ব্যবহৃত মোটরসাইকেল  ভাঙচুর করার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে গতকাল শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে মুন্সিপুর মাঝপাড়ায়।

ঘটনার প্রত্যক্ষদর্শী ও অভিযোগকারী কৃষক উমর আলী জানান , গত বুধবার দুপুরে বিজিবির সোর্স মোলামের সাথে তুচ্ছ ঘটনা নিয়ে বাগবিত-া হয়। এই ঘটনার জের ধরে গতকাল শুক্রবার সন্ধ্যায় উমর আলী ও তার ছেলে সাগর মোটরসাইকেল যোগে কুতুবপুর থেকে নিজ বাড়ি মুন্সিপুর যাচ্ছিলেন। বাড়ি যাওয়ার সময় মোলামের বাড়ির নিকট পৌঁছালে মোলাম, তার ছেলে তুহিনসহ ৪-৫ জন লাঠি সোটা নিয়ে অতর্কিত হামলা চালায়। এ সময় উমরের নিকট থাকা নগদ ৭৫ হাজার টাকা ছিনিয়ে নেয় এবং তার ব্যবহৃত মোটরসাইকেল ভাঙচুর করে। পরে লোকজন এসে তাদের উদ্ধার করে বাড়িতে পাঠিয়ে দেয়। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে বলে জানা গেছে। এ বিষয়ে কার্পাসডাঙ্গা পুলিশ ক্যাম্প ইনচার্জ জিয়াউল হকের সাথে যোগাযোগ করলে তিনি জানান, ঘটনাটি মৌখিকভাবে শুনেছেন। লিখিতকোনো অভিযোগ পায়ননি।

Leave a comment