ভ্রাম্যমাণ সংবাদদাতা: পূর্বশক্রতামূলক সাড়ে ৫ বিঘা জমির মসুরি ক্ষেত ঘাস মারা বিষ দিয়ে নষ্ট করে দিয়েছে প্রতিপক্ষরা। এ ব্যাপারে ৬ জনেকে আসামি করে দামুড়হুদা মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
মামলাসূত্রে জানা গেছে, দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের বুইচিতলার সদাবরি রুম্ম হল মাঠে আব্দুল হামিদের ছেলে আব্দুর রহিম, আব্দুস সামাদ ও আব্দুর রশীদ গাইন ও একই গ্রামের আলী আহম্মদের ছেলে টিলুর সাড়ে ৫ বিঘা জমি মসুরি আবাদ করেছিলেন। মসুরি পরিচর্যাও করেছিলেন। মুসরি ক্ষেত মালিকদের সাথে জমি জায়গা সংক্রান্ত ও পারিবারিক বিরোধ দীর্ঘদিন ধরে চলে আসছিলো একই গ্রামের লালু গাইনের ছেলে আশাদুল, তৈমুর, রায়হান ও আশাদুলের ছেলে পান্নার সাথে। এরা গত শনিবার রাতে ঘাস মারা বিষ দিয়ে প্রতিপক্ষের সাড়ে ৫ বিঘা মসুরি ক্ষেত বিনষ্ট করে দেয় বলে অভিযোগ করা হয়েছে। একদিন পরেই মাঠে গিয়ে দেখা যায় তাদের জমিতে থাকা মসুরি ক্ষেত পুড়ে ঝলসে গেছে। এ ব্যাপারে ৬ জনের বিরুদ্ধে ক্ষতিগ্রস্ত চাষি আব্দুর রহিম বাদী হয়ে দামুড়হুদা থানায় মামলা দায়ের করেছেন।