দর্শনা রেলবাজার দোকান মালিক সমিতির মতবিনিময়

 

দর্শনা অফিস: দর্শনা রেল বাজার এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দোকান মালিক সমিতির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন দর্শনা পুলিশ তদন্ত কেন্দ্রের নবাগত ইনচার্জ ইন্সপেক্টর শোনিত কুমার গায়েন। গতকাল শুক্রবার সন্ধ্যায় দর্শনা রেল বাজার দোকান মালিক সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি তোফাজ্জেল হোসেন। আলোচনা করেন সাধারণ সম্পাদক সাবির হোসেন মিকা, দর্শনা বাসস্ট্যান্ড দোকান মালিক সমিতির সভাপতি হায়দার আলী, বিশিষ্ট ব্যবসায়ী হাজি ফজলুল করিম, মুকুল মিয়াজি, দর্শনা রেল বাজার দোকান মালিক সমিতির যুগ্মসম্পাদক আবুল বাসার, কোষাধ্যক্ষ মোখলেসুর রহমান, হাবিব শিকদার, আ. আলীম, মোজাম্মেল হক বাবু, শহিদ হোসেন প্রমুখ।

Leave a comment