দর্শনা অফিস: দর্শনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পদে নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৭ জানুয়ারি। আনুষ্ঠানিকভাবে তফসিল ঘোষণা করেছে নির্বাচন পরিচালনা কমিটি। দর্শনা প্রেসক্লাবের নির্বাচিত সাধারণ সম্পাদক হারুন রাজু ব্যাক্তিগত কারণে পদত্যাগ করেন। ফলে সাধারণ সম্পাদকের শূন্যপদে ভারপ্রাপ্ত দায়িত্ব পান ক্লাবের যুগ্মসম্পাদক আহসান হাবীব মামুন। প্রেসক্লাবের গঠনতন্ত্র মোতাবেক শূন্যপদে নির্বাচনের লক্ষ্যে ক্লাবের সভাপতি ইকরামুল হক পিপুলকে প্রধান করে গঠন করা হয় নির্বাচন পরিচালনা কমিটি। কমিটির অন্যরা হলেন সাবেক সভাপতি হানিফ ম-ল ও বর্তমান পরিষদের সহসভাপতি আজিমুদ্দিন আহমেদ।
গতকাল শুক্রবার সন্ধ্যায় নির্বাচন পরিচালনা কমিটির ঘোষিত তফসিল অনুযায়ী জানা গেছে, ১৫ ও ১৬ জানুয়ারি মনোনয়নপত্র গ্রহণ, ১৭ জানুয়ারি মনোনয়নপত্র জমা, ২৩ জানুয়ারি মনোনয়নপত্র বাছাই, একই দিনে চুড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। ২৪ জানুয়ারি চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ এবং ২৭ জানুয়ারি সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ক্লাব কার্যালয়ে গোপন ব্যালোটের মাধ্যমে ভোট গ্রহণ। অন্যান্য সকল কার্যক্রম সন্ধ্যা ৭টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত চলবে।