অজি পেসে বিধ্বস্ত পাকিস্তান

 

মাথাভাঙ্গা মনিটর: অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজও হার দিয়ে শুরু করলো সফরকারী পাকিস্তান। ২৬৯ রানের টার্গেটে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়ার বোলিংতোপে মাত্র ১৭৬ রানেই অলআউট হয় আজহার বাহিনী। অস্ট্রেলিয়ার পেস আক্রমণের সামনে দাঁড়াতেই পারেনি পাকিস্তান। শুক্রবার ব্রিসবেনে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন অজি অধিনায়ক স্টিভ স্মিথ। ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি স্বাগতিকদের। ৭৮ রানের আগেই ৫ উইকেট হারায় অস্ট্রেলিয়া। তবে ৬ষ্ঠ উইকেট জুটিতে দারুণ জুটি গড়ে দলকে ২৬৮ রানের পুঁজি এনে দেন ম্যাক্সওয়েল এবং ম্যাথু ওয়েড। ম্যাক্সওয়েল ৬০ রানে ফিরে গেলেও শতরান করে অপরাজিত থাকেন ওয়েড। এছাড়া টিম হেড ৩৯ রান করেন। পাকিস্তানের হয়ে হাসান আলী ৩টি, মোহাম্মদ আমির ও ইমাদ ওয়াসীম ২টি করে এবং মোহাম্মদ নওয়াজ ১টি উইকেট লাভ করেন। জবাব দিতে নেমে অস্ট্রেলিয়ার পেস আক্রমণ সামলাতেই হিমশিম খায় পাকিস্তান। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে সফরকারীরা। শেষ পর্যন্ত ৪২ দশমিক ৪ ওভারে ১৭৬ রানে অলআউট হয় পাকিস্তান। দলের পক্ষে সর্বোচ্চ ৩৩ রান করেন বাবর আজম। এছাড়া ইমাদ ওয়াসিম ২৯, আজহার আলী ২৪ এবং মোহাম্মদ রিজওয়ান ২১ রান করেন। অস্ট্রেলিয়ার হয়ে জেমস ফকনার ৪টি, পেট কামিন্স ৩টি, মিচেল স্টার্ক ২টি এবং মিচেল মার্শ ১টি উইকেট লাভ করেন। ম্যাচসেরার পুরস্কার পান শতরান করা ম্যাথু ওয়েড। ৫ ম্যাচের ওয়ানডে সিরিজ ১-০ তে এগিয়ে গেলো অস্ট্রেলিয়া। এর আগে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয় পাকিস্তান।