স্টাফ রিপোর্টার: বেনাপোলের ঘিবা সীমান্তে অভিযান চালিয়ে গত মঙ্গলবার বিকেলে ভারত থেকে পাচার হয়ে আসা ১০০ কেজি গাঁজাসহ রফিকুল ইসলাম (৩৮) নামের এক যুবককে আটক করেছে বিজিবি। আটক রফিকুল বেনাপোল পোর্ট থানার দুর্গাপুর গ্রামের আকবার আলীর ছেলে।
২৬ বিজিবির ঘিবা ক্যাম্পের নায়েব সুবেদার শাহাজান আলী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, ভারত থেকে চোরাচালানিরা বিপুল পরিমাণ গাঁজা নিয়ে সীমান্তের একটি মাঠে অবস্থান করছে। এই সংবাদের ভিত্তিতে ফোর্স নিয়ে সেখানে অভিযান চালিয়ে ১০০ কেজি গাঁজাসহ রফিকুলকে আটক করা হয়। উদ্ধারকৃত গাঁজার মূল্য ২২ লাখ টাকা। মাদক আইনে মামলা দিয়ে রফিকুলকে বেনাপোল থানায় সোপর্দ করা