চুয়াডাঙ্গা ও মেহেরপুরে দুস্থ শার্তাতদের মাঝে শীতবস্ত্র বিতরণ অব্যাহত
স্টাফ রিপোর্টার: পৌষের শেষের দিকে এসে শীতে বিপর্যস্ত নাটোরের জনজীবন। গতকাল মঙ্গলবার সারা দিন চুয়াডাঙ্গার আকাশে সুয্যের দেখা মেলেনি। আজও অভিন্ন পরিস্থিতি বিরাজ করতে পারে। অপরদিকে নাটোর, রংপুর, সিলেটসহ বেশ কিছু এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে। ফলে শীতের তীব্রতা বেড়েছে কয়েকগুন। যদিও চুয়াডাঙ্গায় গতকাল সর্বনি¤œ তাপমাত্রা ১৩ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। শীতের তীব্রতায় দুস্থ শীতার্তদের স্বস্তি দিতে চুয়াডাঙ্গা মেহেরপুরে শীতবস্ত্র বিতরণ অব্যাহত রয়েছে। গতকালও চুয়াডাঙ্গা জেলা প্রশাসকসহ বিভিন্ন প্রতিষ্ঠান প্রধান ও জনপ্রতিনিধিরা শীতবস্ত্র বিতরণ করেন বরে খবর পাওয়া গেছে।
দেশের সর্বোচ্চ তাপমাত্রা গতকাল টেকনাফে ২৯ দশমিক ৬ এবং সর্বনি¤œ ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস সিলেটের শ্রীমঙ্গলে রেকর্ড করা হয়েছে। রাজশাহী আবহাওয়া অফিস জানিয়েছে, গতকাল মঙ্গলবার ভোর ৫টা ২০ মিনিটে বৃষ্টি শুরু হয়। বেলা ১২টা পর্যন্ত ১ দশমিক ২ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। আর এ দিন সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। রাজশাহী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুল আলম বলেন, ‘পৌষ-মাঘের মাঝামাঝিতে স্বাভাবিক বৃষ্টি হয়। এই বৃষ্টিও স্বাভাবিক। বৃষ্টিটা আরও কয়েকদিন আগেই হওয়ার কথা ছিলো। গত বছর থেকে এই বৃষ্টিটা একটু পিছিয়েছে। তবে বৃষ্টির কারণে ঠা-াও কিছুটা বাড়বে। এটাই স্বাভাবিক।’ যদিও চুয়াডাঙ্গা মেহেরপুরসহ দেশের অধিকাংশ এলাকায় সকাল থেকে সূর্য্যের মুখ দেখা না যাওয়ায় কুমড়ো-কলাইয়ের বাড়ি দেয়ার প্রস্তুতি নেয়া গৃহিনীদের দিনটাই কেটেছে মেঘলা আকাশের মতো মুখ ভার। তবে আগামীকালের পর পরিস্থিতি কিছুটা উন্নতি হলে তখন বড়ি দেয়ার উপযুুক্ত আবহওয়া মিলতে পারে বলে মন্তব্য অভিজ্ঞদের।
এদিকে আবহওয়া অধিদফতর জানিয়েছে, যশোর ও কুষ্টিয়া অঞ্চলসহ রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেটবিভাগের দু’এক জায়গায় বৃষ্টি অথবা গুঁড়িগুঁড়ি বৃষ্টি হতে পারে। ৭২ ঘণ্টায় সারাদেশে রাতের তাপমাত্রা হ্রাস পেতে পারে এবং দেশর উত্তর-পশ্চিমাঞ্চলে শৈত্য প্রবাহ বয়ে যেতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে। আবহাওয়া চিত্রের সংক্ষিপ্তসারে বলা হয়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয় পাদদেশীয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় লঘুচাপটি বিরাজ করছে। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।
এদিকে গতকাল রাত ৮টার দিকে চুয়াডাঙ্গায় জেলা প্রশাসনের উদ্যোগে দুস্থ ও হত দরিদ্রদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। পুরাতন স্টেডিয়াম, ফার্ম পাড়া, জাফরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়স্থ এলাকা ও ভিমরুল্লাহ ইমরান ফিলিং স্টেশন সংলগ্ন এলাকার দুস্থ শীতার্তদের মাঝে ১শ কম্বল বিতরণ করেন জেলা প্রশাসক সায়মা ইউনুস। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনজুমান আরা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ আব্দুর রাজ্জাক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দেবপ্রসাদ পাল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মৃনাল কান্তি দে, নেজারত ডেপুটি কালেক্টর তরিকুল ইসলাম, নাজির আইনাল হকসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
সরোজগঞ্জ প্রতিনিধি জানিয়েছে, চুয়াডাঙ্গা কুতুবপুর ইউনিয়নের ইউপি সদস্য বিল্লাল হোসেনের নিজ উদ্যেগে গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে কুতুবপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের শাহাপুর, জলিবিলা ও যাদবপুর গ্রামের দরিদ্র শীতার্ত মামুষের মাঝে কম্বল বিতরন করা হয়েছে। তিনটি গ্রামের ৫০ পরিবারে মধ্যে কম্বল বিতরণ করেন কুতুবপুর ইউনিয়নের ৩ নং ইউপি সদস্য বিল্লাল হোসেন। এ সময় তার সাথে ছিলেন লাল চাঁদ মিয়া, সোনা মিয়া, মুনছুর আলী, সাইদুর রহমান, সরোজগঞ্জ সাংবাদিক ইউনিটের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, তরিকুল ইসলাম, জাহিদুল ইসলাম, মামুন হোসেন, আমিরুল ইসলাম, শ্যামলী খাতুন প্রমুখ।