অনূর্র্ধ্ব-১৪ খুলনা বিভাগীয় দলে ডাক পেল চুয়াডাঙ্গা নাইটিঙ্গেল ক্রিকেট একাডেমির ৩ ক্রিকেটার

 

স্টাফ রিপোর্টার: অনূর্র্ধ্ব-১৪ খুলনা বিভাগীয় দলে ডাক পেল চুয়াডাঙ্গা নাইটিঙ্গেল ক্রিকেট একাডেমির ৩ ক্রিকেটার সিফাত, মারুফ ও সাফিন। চুয়াডাঙ্গা বাগানপাড়ার ব্যাংকার আব্দুস ছাত্তারের একমাত্র ছেলে ওসামা-আল দোদায়েভ সিফাত, চুয়াডাঙ্গা আরামপাড়ার মোরজেম হোসেন বাবলু ও মরিয়ম বেগমের ছেলে মেহেদী হাসান মারুফ এবং আকুন্দবাড়িয়ার মিলন উদ্দিন ও শ্যামলী খাতুনের ছেলে ওয়ালিদ বিন সাফিন ভালো খেলে এ যোগ্যতা অর্জন করেছে। ইয়াং টাইগার্স অনূর্র্ধ্ব-১৪ জাতীয় ক্রিকেট প্রতিযোগিতায় চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার অনূর্র্ধ্ব-১৪ দল নড়াইল স্টেডিয়ামে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রতিপক্ষ জেলা ছিলো খুলনা ও মাগুরা জেলা দল। এ প্রতিযোগিতায় চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার হয়ে ব্যাটিং, বোলিং ও ফিল্ডিঙে ভালো করে বিচারকদের মন জয়ের মাধ্যমে এ তিন ক্রিকেটার খুলনা অনূর্র্ধ্ব-১৪ বিভাগীয় দলে ডাক পেয়েছে। এ সাফল্যে চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নঈম হাসান জোয়ার্দ্দার, চুয়াডাঙ্গা নাইটিঙ্গেল ক্রিকেট একাডেমির প্রতিষ্ঠাতা সভাপতি জাতীয় ক্রীড়া সংগঠক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন ও চুয়াডাঙ্গা নাইটিঙ্গেল ক্রিকেট একাডেমির পরিচালক সাংবাদিক ইসলাম রকিব ক্রিকেটারদের শুভেচ্ছা জানিয়েছেন।