গাংনীতে বিদ্যালয়ের নির্মানাধীন ভবনের সিঁড়ি ধ্বসে পড়েছে

গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনী উপজেলার নওপাড়া নবীনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণাধীন দ্বিতল ভবনের সিঁড়ি ধ্বসে পড়েছে। কয়েক দিন আগে সিঁড়ি ঢালাই দেয়ার পর গতকাল শনিবার বিকেলে এটি ভেঙে পড়লে স্থানীয়দের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়।
গাংনী উপজেলা এলজিইউডির অধীনে পিইডিপি-৩ প্রকপ্লের আওতায় প্রায় ৬৩ লাখ ৫২ হাজার প্রক্কলিত মূল্যে নবীনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতল ভবনের নির্মাণ কাজ পায় ঠিকাদারী প্রতিষ্ঠান কুষ্টিয়ার তামান্না এন্টারপ্রাইজ। ওই প্রতিষ্ঠানের নামে কাজটি বাস্তবায়ন করছিলেন গাংনীর ঠিকাদার আব্দুল মোনায়েক মোলাক। ভবনটির একতলা ছাদ হওয়ার পর দোতলার ছাদে উঠার সিঁড়ি নির্মাণ করা হয়। ৫ দিন আগে ওই সিঁড়ি ঢালাই সম্পন্ন হয়। শনিবার বিকেলে আ´সিক সিঁড়ির একটি অংশ ভেঙে পড়ে। এ খবর এলাকায় প্রচার হলে উৎসুক মানুষের ভিড় পড়ে। ভেঙে পড়া সিঁড়ি দেখতে সেখানে যান এলজিইডি গাংনী উপজেলা প্রকৌশলী মাহবুবুল হক। বিষয়টি নিয়ে এলাকার মানুষের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। নির্মাণ সামগ্রী ব্যবহারের ক্রুটি নাকি অন্য কিছু তা নিয়ে ভিন্ন ভিন্ন অভিযোগ উত্থাপন করেন আশপাশের লোকজন। তবে উপজেলা প্রকৌশলী জানান, ঠিকাদারি প্রতিষ্ঠান এলজিইডিকে না জানিয়ে ঢালায় দিয়েছে। এ বিষয়ে খোঁজ নিয়ে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
ঠিকাদার আব্দুল মোনায়েক মোলাক জানান, রাজমিস্ত্রির ভুলের জন্য এমনটি হয়েছে। ঢালায় দেয়ার ৫ দিনের মাথায় সাটারিং এর বাঁশ খুলে ফেলেছে রাজমিস্ত্রি। তবে রাজমিস্ত্রি বাঁশ খুলেছে নাকি স্থানীয় কোন বিরোধী পক্ষের হাত রয়েছে খতিয়ে দেখা হচ্ছে। উপজেলা প্রকৌশলীর সঙ্গে আলাপ করে সিঁড়ি নির্মান করা হবে।