স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের অধীনে মালখানায় থাকা কাপড়, মোটরসাইকেলসহ জব্দকৃত মালামাল নিলামে বিক্রি করা হয়েছে। আটককৃত মালামালের মামলা নিষ্পত্তি হওয়ায় তা আদালত চত্বরে প্রকাশ্যে নিলামে বিক্রি করা হয়। বৃহস্পতিবার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে প্রায় সাড়ে ৩ লাখ টাকায় মালামালগুলো নিলামে কেনেন ডাকে অংশগ্রহণকারীরা।
জানা গেছে, মালখানায় থাকা মালামালের মধ্যে ২৯৩ পিস শাড়ি, ৫টি মোটরসাইকেল, ৩৮ কেজি জিরা, ৭টি থ্রিপিস, ৩ পিস লেহেঙ্গা, তিন বান্ডিল প্যান্ট পিস ও দুই বান্ডিল ব্লাউজের কাপড় প্রকাশ্যে নিলাম আহ্বান করেন আদালাত। বৃহস্পতিবার বিকেল ৩ টা থেকে রাত ৮টা পর্যন্ত শতাধিক ব্যক্তি নিলাম ডাকে অংশ নেন। নিলামকৃত মোটরসাইকেল ৫টি বিক্রি হয় ১ লাখ ৯৪ হাজার টাকায়। একটি ফেজার মোটরসাইকেলের সর্বোচ্চ ডাক ওঠে ১ লাখ ৭ হাজার টাকায়। কাপড়সহ অন্যান্য মালামাল বিক্রি হয় ৩ লাখ ৩৩ হাজার ৯শ’ টাকায়। যা সরকারি রাজস্ব খাতে জমা করা হয় বলে আদালতসূত্রে জানা যায়। বিজ্ঞ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ড. এবিএম মাহমুদুল হক নিলামকাজ পরিচালনা করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল হালিম, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান, জেলা জজ আদালতের প্রশাসনিক কর্মকর্তা মতিউল আশরাফ, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসির ভারপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা ডালিম হোসেন, নাজির উসমান গনি, অনুলিপিকারক জহুরুল ইসলাম ও আদালতের সকল কর্মকর্তা-কর্মচারী।