মাথাভাঙ্গা মনিটর: ডেভিড ওয়ার্নার এবং হ্যান্ডসকম্বের ব্যাটিং তা-বে পাকিস্তানের বিপক্ষে শেষ টেস্টে সর্বোচ্চ রান রেটের রেকর্ড গড়েছে অস্ট্রেলিয়া। স্বাগতিকরা মাত্র ৩২ ওভারে ২ উইকেট হারিয়ে ২৪১ রান সংগ্রহ করে দ্বিতীয় ইনিংস ঘোষণা করেছে। একশোর্ধ্ব রানের ইনিংসে ৭ দশমিক ৫৩ গড়ে রান তোলার রেকর্ড কারও নেই। ওয়ার্নার এবং কম্বের ঝড়ো ব্যাটে পাকিস্তানের সামনে ৪৬৫ রানের টার্গেট দাঁড় করিয়েছে অস্ট্রেলিয়া। ওয়ার্নার মাত্র ২৩ বলে ফিফটি করেন। অবশ্য টেস্টে সবচেয়ে কম বলে ফিফটির রেকর্ড পাকিস্তানের অধিনায়ক মিসবাহ-উল-হকের। মিসবাহ ২১ বলে ফিফটি করেছিলেন। ওয়ার্নার ছাড়া অধিনায়ক স্টিভেন স্মিথ এবং উসমান খাজা ফিফটির দেখা পেয়েছেন। ওয়ার্নার ৫৫ এবং স্মিথ ৫৯ রান করে আউট হন। অন্যদিকে খাজা ৭৯ এবং হ্যান্ডসকম্ব মাত্র ২৫ বলে ৪০ রান করে অপরাজিত থাকেন। ৪৬৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে চতুর্থদিন শেষে পাকিস্তানের সংগ্রহ ১ উইকেটে ৫৫ রান। ৪০ রান করে আউট হয়েছেন সারজিল খান।