গণতন্ত্রের বিজয় দিবস উদযাপনের আলোচনাসভায় এমপি ফরহাদ হোসেন
মেহেরপুর অফিস: বাংলাদেশের উন্নয়ন আজ সারাবিশ্বের নেতৃবৃন্দ বিস্ময়কর চোখে দেখছেন। অথচ ৫ জানুয়ারির নির্বাচনের আগে গাড়িতে বোমা, হাসপাতালে বোমা, শিশু ও অন্তঃসত্ত্বা মায়ের ওপর পেট্রোল বোমা ছিলো নিত্যদিনের সঙ্গী। বিদেশি ও সংখ্যালঘু ধর্মযাজকদের হত্যা করে দেশকে জঙ্গিরাষ্ট্রে পরিণত করতে চেয়েছিলো একটি গোষ্ঠী। এসব বন্ধ করতে না পারলে দেশ আজ আফগানিস্তান অথবা ইরাকে পরিণত হতো। এটি বন্ধ করা সম্ভব হয়েছে ৫ জানুয়ারির নির্বাচনের মধ্যদিয়ে।
গতকাল বৃহস্পতিবার বিকেলে শহরের পৌর কমিউনিটি সেন্টারে আয়োজিত ৫ জানুয়ারির ১০ম জাতীয় সংসদ নির্বাচনের ৩য় বর্ষপূর্তি ও গণতন্ত্রের বিজয় দিবস উদযাপনের আলোচনাসভায় কথাগুলো বলেছেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক ফরহাদ হোসেন। মেহেরপুরের বিভিন্ন উন্নয়ন কার্মকা- তুলে ধরে তিনি আরও বলেন- গত তিন বছরে জেলায় ব্যাপক উন্নয়ন সংগঠিত হয়েছে। সাধারণ মানুষের বহু দিনের স্বপ্ন ভৈরব নদী খননের কাজ শেষের দিকে। জেলার বিভিন্ন গ্রামে ৬৬টি পাকা রাস্তা নির্মিত হয়েছে। সাড়ে ২২ কোটি টাকা ব্যয়ে মুজিবনগর বাইপাস সড়কের কাজ দ্রুত সম্পন্ন হবে। শিগগিরই রেল সংযোগের কাজ শুরু করে এ সরকারের আমলেই শেষ করা হবে। উন্নয়ন কর্মকা-ের ধারবাহিকতা সম্ভব হয়েছে ৫ জানুয়ারি নির্বাচনের মাধ্যমে।
সভায় আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক, সহসভাপতি আব্দুল হালিম, আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন আহমেদ চুন্নু, জেলা ছাত্রলীগের সহসভাপতি এমকে আজাদ সাগর, জেলা যুবমহিলা লীগের সভানেত্রী সামিউন বাসিরা পলি, পিরোজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস সালাম প্রমুখ। আওয়ামী লীগ নেতাকর্মীরা আলোচনাসভায় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাড. ইব্রাহিম শাহীন।
অপরদিকে, ৫ জানুয়ারি ১০ম জাতীয় সংসদ নির্বাচনের ৩য় বর্ষপূর্তি ও গণতন্ত্রের বিজয় দিবস উদযাপন উপলক্ষে মেহেরপুরে বিজয় র্যালি ও সমাবেশ করেছে মেহেরপুর সরকারি কলেজ ছাত্রলীগ। গতকাল বৃহস্পতিবার বেলা ১২টার দিকে সরকারি কলেজ চত্বর থেকে একটি বিজয় র্যালি বের করা হয়। র্যালিতে নেতৃত্ব দেন কলেজ ছাত্রলীগের সভাপতি কুদরত-ই খোদা রুবেল। র্যালিটি শহরের কলেজমোড় এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়। সিনিয়র সহসভাপতি তারিকুল ইসলাম, কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুয়েল রানা, শহর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাকসেদুল হাসান মিথেন, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি জুনায়েদ ইমতিয়াজ জুলফিকার, ছাত্রলীগ নেতা শোভন সরকার, সাদ্দাম, সজল, তুহিন সুমন, শাকিলসহ ছাত্রলীগের নেতাকর্মীরা র্যালি ও সমাবেশ উপস্থিত ছিলেন।