মাথাভাঙ্গা ডেস্ক: চুয়াডাঙ্গা বিএনপির ৩ অংশের কোনো অংশই গতকাল মিছিল করতে পারেনি। মেহেরপুরের গাংনীতেও বিএনপি ছিলো মূলত গৃহবন্দী। চুয়াডাঙ্গা বিএনপির দুটি অংশ মিছিল বের করতে না পেরে বাড়ি ফিরলেও একটি অংশ অফিসেই প্রতিবাদসভা করেছে বলে জানা গেছে। তবে সকল অংশই প্রেসবিজ্ঞপ্তিতে দাবি করেছে তারা পুলিশি বাধায় মিছিল করতে না পেরে প্রতিবাদ সমাবেশ করেছে।
বিএনপির ভাষায় ৫ জানুয়ারি গণতন্ত্র হত্যা দিবস উপলক্ষে চুয়াডাঙ্গা-মেহেরপুরসহ দেশব্যাপী পুলিশের বাধার মুখে প- হয়েছে বিক্ষোভ মিছিল। ফলে সংক্ষিপ্ত সমাবেশে শেষ হয় কর্মসূচি। দিবসটি উপলক্ষে চুয়াডাঙ্গা জেলা বিএনপির কয়েকটি অংশ অভিন্ন কর্মসূচি পালন করে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চুয়াডাঙ্গা পৌর বিএনপির পক্ষ থেকে জেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে কালো পতাকা মিছিল বের করতে গেলে পুলিশি বাধার মুখে পড়ে। পরে সেখানে প্রতিবাদসভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পৌর বিএনপির সভাপতি জেলা কমিটির সদস্য শহিদুল ইসলাম রতন। প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মজিবুল হক মালিক মজু। বিশেষ অতিথি ছিলেন জেলা কমিটির সদস্য সরদার আলী হোসেন, সদর উপজেলা বিএনপির সভাপতি শামীম রেজা ডালিম ও সাধারণ সম্পাদক আবু জাফর মন্টু। শঙ্করচন্দ্র ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আতিয়ার রহমানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন জেলা জাসাস সভাপতি শহিদুল হক বিশ্বাস, সদর উপজেলা বিএনপির সহসভাপতি মনিরুজ্জামান মনি প্রমুখ।
দিবসটি উপলক্ষে চুয়াডাঙ্গা জেলা বিএনপির উদ্যোগে বিকেল সাড়ে ৪টায় দলীয় কার্যালয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি দলীয় কার্যালয় থেকে প্রধান সড়কে ওঠার সময় পুলিশের বাধার মুখে পড়লে একই স্থানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য হাজি মুহা. রবিউল ইসলাম বাবলুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির সভাপতি অ্যাড. এমএম শাহাজাহান মুকুল। বিশেষ অতিথি ছিলেন পৌর বিএনপির সভাপতি মুন্সি আওরঙ্গজেব বেল্টু। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা মৎস্যজীবী দলের সভাপতি আবু বক্কর সিদ্দিক বকুল, জেলা যুবদলের সিনিয়র সদস্য সচিব সাইফুর রশিদ ঝন্টু প্রমুখ।
এদিকে দিবস উপলক্ষে জেলা বিএনপির উদ্যোগে সকাল সাড়ে ১০টায় চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদ চত্বরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলটি সাহিত্য পরিষদ চত্বর থেকে প্রধান সড়কে ওঠার আগেই পুলিশের বাধার মুখে পড়ে। পরে একই স্থানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সভায় চুয়াডাঙ্গার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবু বক্কর সিদ্দিক আবুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটি সদস্য সাবেক ছাত্রনেতা শরিফুজ্জামান শরিফ। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা কমিটির সদস্য পৌর কাউন্সিলর সিরাজুল ইসলাম মনি। এছাড়াও উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি রাফাতুল্লাহ মহলদার, প্রচার সম্পাদক মুন্সি আলাউদ্দিন, পৌর বিএনপির সহসভাপতি খাইরুল ইসলাম, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবলু প্রমুখ।
গাংনী প্রতিনিধি জানিয়েছেন, আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থানে রাজপথে কর্মসূচি পালন করতে পারেনি মেহেরপুর গাংনী উপজেলা বিএনপি। দলের পূর্বনির্ধারিত কর্মসূচি কেন্দ্র করে গতকাল বৃহস্পতিবার ভোর থেকে উপজেলা বিএনপি কার্যালয় ও এর আশপাশে এবং শহরের গুরুত্বপূর্ণ স্থানে ব্যাপক পুলিশ মোতায়েন ছিলো। বিএনপি নেতৃবৃন্দ জানান, আইনশৃঙ্খলা বাহিনীর কঠোরতায় কর্মসূচি পালন নিয়ে সংশয় দেখা দেয়। সকালে নেতাকর্মীরা কার্যালয়ের সামনে জড়ো হতে পারেন নি। এক প্রকার গৃহবন্দি অবস্থায় দুপুরের দিকে দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ ব্যাপারে গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, বিএনপির পূর্বঘোষিত কর্মসূচি কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা ছিলো। তাই আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সতর্ক প্রহরা করেছে। আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপিসহ বিরোধী দলগুলোর বাকস্বাধীনতা কেড়ে নেয়া হয়েছে বলে অভিযোগ করেন মেহেরপুর জেলা বিএনপি সভাপতি সাবেক এমপি আমজাদ হোসেন। তিনি আরো বলেন, বহু প্রাণের বিনিময়ে স্বাধীনতার পর গণতন্ত্র ফিরে আসে। কিন্তু বর্তমান সরকারের একদলীয় শাসন ব্যবস্থা নীতির কারণে গণতন্ত্র ভুলণ্ঠিত। বাকরুদ্ধ অবস্থায় গোটা দেশে এক প্রকার জেলখানায় বসবাস করতে হচ্ছে আমাদের।
সভায় সভাপতিত্ব করেন গাংনী পৌর বিএনপি সাধারণ সম্পাদক মকবুল হোসেন মেঘলা। জেলা মহিলাদলের সম্পাদিকা লাইলা আরজুমান বানু, উপজেলা যুবদল সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান, বামন্দী ইউপি বিএনপি সভাপতি আমিরুল ইসলাম, সাহারবাটি ইউপি বিএনপি সম্পাদক আব্দুল হান্নান, ষোলটাকা ইউপি বিএনপি সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম, উপজেলা বিএনপি দফতর সম্পাদক সিরাজুল ইসলাম, পৌর ২নং ওয়ার্ড বিএনপি সভাপতি সুলেরী আলভী, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দাল হক, পৌর কাউন্সিলর এনামুল হক, ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম, ইমন আহমেদ ও সাইফুল ইসলামসহ বিএনপি এবং এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।