আলমডাঙ্গা ব্যুরো/বেলগাছি প্রতিনিধি: বাড়িতে গ্যাস সিলিন্ডার পাচারের সময় ৫টি গ্যাস সিলিন্ডারসহ আলমডাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ফায়ারম্যান মনিরুজ্জামান টুকুলকে এলাকাবাসী আটক করে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় তাকে তাৎক্ষণিকভাবে কুষ্টিয়া ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অফিসে ক্লোজ করা হয়েছে।
জানা গেছে, আলমডাঙ্গার বেলগাছি গ্রামের হারেজ উদ্দীন ফরায়েজীর ছেলে মনিরুজ্জামান টুকুল আলমডাঙ্গা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সে ফায়ারম্যান হিসেবে চাকরিরত। গতকাল সকাল ১০টার দিকে পাখিভ্যানযোগে তিনি ৫টি গ্যাস সিলিন্ডার বাড়িতে নেয়ার পথে এলাকাবাসী গ্যাস সিলিন্ডারসহ তাকে আটক করে বলে অভিযোগ ওঠে। অভিযোগকারীরা জানান, কুষ্টিয়ার কয়েকজন সাংবাদিকের সহায়তায় এলাকাবাসী গ্যাস সিলিন্ডারসহ তাকে আটক করে। এ ঘটনা সম্পর্কে বেলগাছি ইউপি চেয়ারম্যান আমিরুল ইসলাম মন্টু বলেন, এ সংক্রান্ত ঝামেলাটি তিনিই মিটিয়েছেন। তিনি বলেন, কুষ্টিয়ার ৪ সাংবাদিক গ্যাস সিলিন্ডার আটক করেন। তাদেরকে অর্থের বিনিময়ে ম্যানেজ করে মীমাংসা করে দিতে হয়েছে।
আলমডাঙ্গা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন মাস্টার মকলেছুর রহমান বলেন, এমন কোন ঘটনার কথা তিনি জানেন না। তবে ফায়ারম্যান মনিরুজ্জামান টুকুলকে কুষ্টিয়া ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল সার্ভিসে গতকাল তাৎক্ষণিকভাবে ক্লোজ করা হয়েছে বলে তিনি নিশ্চিত করেছেন। কেন তাকে হঠাত ক্লোজ করা হলো- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, তাকে নিয়ে একটু গোলযোগ হয়েছে, সে কারণে ক্লোজ করা হয়েছে।
এ ব্যাপারে অভিযুক্ত মনিরুজ্জামান টুকুলের সাথে মোবাইলফোনে যোগাযোগের জন্য বার বার চেষ্টা করা হয়। কিন্তু তার মোরাইলফোন বন্ধ থাকায় কথা বলা সম্ভব হয়নি।