আদালতের সমন অবজ্ঞা করায় এক সাক্ষী চিকিৎসককে জরিমানা অনাদায়ে ৫ মাসের বিনাশ্রম কারাদ-ের আদেশ

 

ডাকবাংলা প্রতিনিধি: আদালতের সমন অবজ্ঞা করে সাক্ষী দিতে না আসায় মোস্তাফিজুর রহমান নামে এক সাক্ষী চিকিৎসককে দুইশ পঞ্চাশ টাকা জরিমানা অনাদায়ে ৫ মাসের বিনাশ্রম কারাদ-ের আদেশ দেয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে ঝিনাইদহের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসেন এই আদেশ দেন। আদালতের আদেশে বলা হয়েছে মেডিকেল সনদ দেয়ায় ঝিনাইদহ আদালতে চলা ঝি.জি.আর ৪৮৫/৭ মামলার ডাক্তারি সাক্ষী ছিলেন ডা. মোস্তাফিজুর রহমান। মামলাটি ধীর্ঘদিন ধরে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিচারাধীন। ২০১৬ সালের ৮ আগস্ট তারিখে ১৪২৩ নং স্মারক মূলে সাক্ষীর প্রতি সমন ইস্যু করা হয়। এছাড়া বিভিন্ন তারিখে সাক্ষী ডা. মোস্তাফিজুর রহমানের প্রতি ডব্লিউ.ডব্লিউ, এনবিডব্লিউ ইস্যু করা হয়। আদালতের বেঞ্চ সহকারী ব্যক্তিগতভাবে মোবাইলে ডা. মোস্তফিজুর রহমানের সাথে যোগাযোগ করে সাক্ষীর বিষয়ে অবহিত করা স্বত্বেও তিনি সাক্ষ্য প্রদান করতে আসেননি। এতে মামলা নিস্পত্তিতে বিলম্ব হচ্ছে। আদালতে সাক্ষ্য না দেয়ায় আসামিগণ মাসের পর মাস অপেক্ষায় থেকে অহেতুক সময় ও টাকা খরচ করছে। আদালতের প্রসেসকে অবজ্ঞা করায় ফৌজদারি কার্যবিধির ৪৮৫এ(১) ধারায় অপরাধে দোষী মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়। আদালত ডা. মোস্তাফিজুর রহমানকে দুইশ পঞ্চাশ টাকা জরিমানা অনাদায়ে ৫ মাসের বিনাশ্রম কারাদ-ের আদেশ দেন।