ফিলিস্তিনি হত্যায় ইসরায়েলি সেনা দোষী সাব্যস্ত
মাথাভাঙ্গা মনিটর: অধিকৃত পশ্চিম তীরের হেবরনে ছুরি হাতে হামলা চালাতে গিয়ে গুরুতর আহত এক ফিলিস্তিনিকে গুলি করে হত্যার অভিযোগে ইসরায়েলি সেনা ইলোর আজারিয়াকে দোষী সাব্যস্ত করেছে তেল আবিবের সামরিক আদালত। ২০ বছর বয়সী সার্জেন্ট আজারিয়ার সাজা পরবর্তী কোনও একদিন ঘোষণা করা হবে। আদালত আজারিয়াকে দোষী বলে রায় দেয়ার পর ইসরায়েলের রাজধানী তেল আবিবের কেন্দ্রস্থলে একটি সামরিক ঘাঁটির বাইরে তার সমর্থনে বিক্ষোভে নেমেছে শ শ কট্টর-ডানপন্থি বিক্ষোভকারী। আজারিয়ার বিরুদ্ধে অভিযোগ, হেবরনে গত বছর মার্চে ফাতাহ আল-শরিফ (২১) নামের ওই ফিলিস্তিনি গুলিবিদ্ধ হয়ে অসাড় অবস্থায় সড়কে পড়ে থাকার বেশ কয়েক মিনিট পর আজারিয়া তাকে মাথায় গুলি করে হত্যা করেন। বিবিসি’র খবরে বলা হয়, ২৪ মার্চে শরিফ ও রামজি আজিজ আল-কোয়াসরাউই (২১) নামের আরেক ফিলিস্তিনি ইসরায়েলের এক সেনাকে ছুরিকাঘাতে আহত করার পর সেনারা তাদের গুলি করলে শরিফ আহত এবং কোয়াসরাউই নিহত হন। ওই ঘটনার বেশ কয়েক মিনিট পর একজন ফিলিস্তিনি সেখানকার পরিস্থিতি ভিডিও করেন। ইসরায়েলের একটি মানবাধিকার গ্রুপ ভিডিও ফুটেজটি প্রকাশ করে। বার্তা সংগঠনগুলোতে এ ফুটেজ প্রকাশ পেলে ঘটনাটি আন্তর্জাতিক অঙ্গনে উঠে আসে।
ভারতে ৫ রাজ্যে নির্বাচনের তারিখ ঘোষণা
মাথাভাঙ্গা মনিটর: ভারতে পাঁচ রাজ্যে ভোটের দিন-ক্ষণ ঘোষণা করেছেন মুখ্য নির্বাচন কমিশনার নাসিম জায়দী। আগামী ৪ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত উত্তরপ্রদেশ, পাঞ্জাব, উত্তরাখ-, মণিপুর এবং গোয়ায় বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে এবং নির্বাচনের ফল প্রকাশ হবে আগামী ১১ মার্চ। গতকাল বুধবার নির্বাচন কমিশনার জায়দী জানিয়েছেন, গোয়া এবং পাঞ্জাবে ভোটগ্রহণ হবে আগামী ৪ ফেব্রুয়ারি, উত্তরখ-ে ১৫ ফেব্রুয়ারি এবং মণিপুরে দু’দফায় ভোটগ্রহণ হবে ৪ মার্চ এবং ৮ মার্চ। ২০১২ সালের মতো এবারও উত্তরপ্রদেশে সাত দফায় ভোট গ্রহণ করা হবে। ওই রাজ্যে প্রথম দফার ভোটগ্রহণ হবে আগামী ১১ ফেব্রুয়ারি। পরের ৬ দফা যথাক্রমে ১৫, ১৯, ২৩, ২ ফেব্রুয়ারি, ৪ মার্চ এবং ৮ মার্চে। এসব নির্বাচনকে কেন্দ্র করে চলছে নানা জল্পনা কল্পনা। গত বছর ভারতে ৫০০ এবং ১০০০ টাকার নোট বাতিল করা হয় । ফলে এ বিষয়টি নির্বাচনে প্রভাব ফেলবে বলে বিশ্লেষকরা ধারণা করছেন। অন্যদিকে, সরকার এ ধারণার প্রতিক্রিয়ায় বলছে, অবৈধ চোরাকারবারি এবং নোট জালিয়াতির জন্য এ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। পাঁচটি অঙ্গরাজ্যের নির্বাচনে প্রায় ১৬ কোটি ভোটার ভোটে অংশগ্রহণ করবে। উল্লেখ্য, এই নির্বাচনের ভারতীয় জনতা পার্টি (বিজেপি), সমাজবাদী পার্টি (এসপি),বহুজন সমাজবাদী পার্টি (এসপি) এবং এবং নতুন স্থানীয় একটি দল শিরোমণি আকালি দল (এসএডি) অংশগ্রহণ করবে।
চীনে বৃদ্ধদের ডে কেয়ার হোমে আগুন : নিহত ৭
মাথাভাঙ্গা মনিটর: চীনে মঙ্গলবার দিবাগত রাতে একটি বৃদ্ধদের ডে কেয়ার হোমে অগ্নিকাণ্টে ৭ জনের প্রাণহানি হয়েছে। সরকারি সংবাদ সংস্থা সিনহুয়া জানায়, রাত চারটার দিকে উত্তর-পূর্বাঞ্চলের জিলিন প্রদেশে ব্যক্তিগত একটি কেয়ার হোমে আগুন লাগে। ২০ মিনিট পর আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এরই মধ্যে সাত জন পুড়ে মারা যায়। এছাড়া ৩২ জনকে জীবিত উদ্ধার করা হয়। আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে। সরকারি তথ্যানুযায়ী, ২০১৫ সালে চীনে মোট তিন লাখ ৩৮ হাজার অগ্নিকাণ্ড হয় এবং এতে এক হাজার ৭শ ৪২ জন মারা যায়।
৫০ বছরে প্রথম সন্তানের মা হলেন জ্যানেট জ্যাকসন
মাথাভাঙ্গা মনিটর: ৫০ বছর বয়সে প্রথম সন্তানের মা হলেন মার্কিন পপতারকা জ্যানেট জ্যাকসন। আর সদ্য জন্ম নেয়া ছেলে সন্তানকে নিয়ে দারুণ উচ্ছ্বসিত জ্যানেট ও তার স্বামী কাতারের ব্যবসায়ী স্বামী উইসাম আল মানা। জ্যানেট ও তার স্বামীর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে দেয়া এক বিবৃতিতে একটি পুত্র সন্তান জন্মের কথা ঘোষণা করা হয়েছে। নবজাতকের নাম রাখা হয়েছে এইসা আল মানা। জ্যানেট মা হতে চলেছেন এমন গুঞ্জন ছড়িয়ে পড়েছিলো গত এপ্রিলে যখন তিনি তার পূর্বনির্ধারিত প্রোগ্রাম বাতিল করেন। পপতারকা মাইকেল জ্যাকসনের ছোট বোন জ্যানেট জ্যাকসন নয় ভাইবোনের মধ্যে সবার ছোট। সাতবার গ্রামি অ্যাওয়ার্ড উইনার জ্যানেট জ্যাকসনের প্রথম অ্যালবাম প্রকাশিত হয় ১৯৮২ সালে। এখন পর্যন্ত ১১টি অ্যালবাম প্রকাশ করেছেন জনপ্রিয় এই সঙ্গীত তারকা। ২০১২ সালে তিনি কাতারের ধনাঢ্য ব্যবসায়ী উইশাম আল মানাকের সঙ্গে বিয়ে বন্ধনে আবদ্ধ হন। জ্যানেটের এটি তৃতীয় বিয়ে।