চাঁদাবাজ সন্ত্রাসীদের বিরুদ্ধে মহল্লায়-মহল্লায় দুর্গ গড়ে তুলুন

দামুড়হুদার মোক্তারপুরে আইনশৃঙ্খলা বিষয়ক সভায় সহকারী পুলিশ সুপার কলিমুল্লাহ

 

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদার মোক্তারপুরে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেলে মোক্তারপুর প্রাইমারি স্কুল প্রাঙ্গণে স্থানীয় আওয়ামী লীগ নেতা জামাল উদ্দীনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) মো. কলিমুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা মডেল থানার ওসি আবু জিহাদ। উপস্থিত ছিলেন ইউপি সদস্য আশাদুল হক, ইব্রাহিম হোসেন, আ.লীগ নেতা ওয়াজ মালিথা, শরীফ উদ্দীন, সুলতান আহম্মেদ, মোস্তাক, হোসেন, তানজিল প্রমুখ। সভায় প্রধান অতিথি বলেন, চাঁদাবাজ সন্ত্রাসীদের কোনো ছাড় দেয়া হবে না। তাদের বিরুদ্ধে পুলিশের পাশাপাশি জনগণকেও ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে। বর্তমানে ইটভাটায় চাঁদাবাজি বন্ধ করতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সাঁড়াশি অভিযান চালানো হচ্ছে। যে সমস্ত চাঁদাবাজ সন্ত্রাসী এলাকায় একের পর এক চাঁদাবাজি, ডাকাতি এবং অপহরণ করে মুক্তিপণ আদায় করছে ওই চাঁদাবাজ সন্ত্রাসীদের বিষদাঁত ভেঙে দেয়া হবে। তাদের বিরুদ্ধে পাড়ায়-পাড়ায়, মহল্লায়-মহল্লায় দুর্গ গড়ে তুলতে হবে। পুলিশ আপনাদের পাশেই আছে। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটার সাথে সাথে আপনারা বিষয়টি পুলিশকে জানান। ১০ মিনিটের মধ্যে পুলিশ হাজির হবে। তিনি এলাকাবাসীকে আশ্বস্ত করে আরও বলেন, আপনাদের নিরাপত্তা দেয়া আমাদের কর্তব্য ও দায়িত্ব। যদি পুলিশ আপনাদের ডাকে সাড়া না দেয় তাহলে বিষয়টি তাৎক্ষণিকভাবে আমাকে জানাবেন। আমি ব্যবস্থা নেবো। সভা শেষে এলাকায় রাতে পাহারা দেয়ার জন্য ইউপি সদস্য ইব্রাহিম হোসেনকে সভাপতি করে কমিটি গঠন করা হয় এবং পুলিশের পক্ষ থেকে তাদের হাতে বাঁশি ও লাঠি তুলে দেয়া হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন যুবলীগ নেতা লাল মোহাম্মদ। সার্বিক সহযোগিতায় ছিলেন দামুড়হুদা মডেল থানার এসআই মেজবাহুর রহমান।