ইয়াং টাইগার্স অনূর্র্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট প্রতিযোগিতার চুয়াডাঙ্গা ভেন্যুর খেলা উদ্বোধন। খুলনার শুভ সূচনা।

 

স্টাফ রিপোর্টার: ইয়াং টাইগার্স অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট প্রতিযোগিতার চুয়াডাঙ্গা ভেন্যুর খেলা উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার সকাল ৯টায় চুয়াডাঙ্গা জাফরপুর নতুন স্টেডিয়ামে ওই প্রতিযোগিতার উদ্বোধন করেন চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনজুমান আরা বেগম। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, নতুন স্টেডিয়াম চালু হওয়ার পরই আমরা অনূর্ধ্ব-১৮ ও অনূর্ধ্ব-১৬ দুটি জাতীয় ক্রিকেট প্রতিযোগিতার ভেন্যুর মর্যাদা লাভ করেছি। কিন্তু শুধু ভেন্যুর মর্যাদা পেলেই চলবে না, আমাদের জেলা টিমকে ভালো ফলাফল অর্জন করার মতো অনুশীলন ও মেধা সম্পন্ন ক্রিকেটার বাছাই করে তাদের নার্সিং করতে হবে। তবেই ভেন্যু পাওয়ার উদ্দেশ্য সফল হবে’। বিশেষ অতিথি ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি সরোয়ার হোসেন জোয়ার্দ্দার মধু, যুগ্মসম্পাদক আব্দুস সালাম, যুগ্মসম্পাদক টুটুল মোল্লা, সদস্য জেহাদ-ই-জুলফিক্কার টুটুল, হাফিজুর রহমান হাপু, ছন্দা ও সাথী।

উদ্বোধনী দিনে খুলনা জেলাদল ৭১ রানে বাগেরহাট জেলা দলকে হারিয়ে শুভ সূচনা করে। টসে জয়লাভ করে খুলনা প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ৪৫ ওভারে ১৫৭ রান সংগ্রহ করে। জবাবে বাগেরহাট জেলা দল মাত্র ৮৬ রানে অলআউট হয়। অনূর্ধ্ব-১৬ ইয়াং টাইগার্স জাতীয় ক্রিকেট প্রতিযোগিতায় চুয়াডাঙ্গা ভেন্যুতে খুলনা, বাগেরহাট ও নড়াইল জেলাদল খেলায় অংশগ্রহণ করবে।