চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশের পৃথক অভিযানে গাঁজা ও ফেনসিডিলসহ ৩ জন আটক

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশ পৃথক অভিযান চালিয়ে গাঁজা ও ফেনসিডিলসহ তিনজনকে আটক করেছে। গতকাল মঙ্গলবার সকালে গাঁজাসহ সাতগাড়ির মুলাম ও দুুপুরে শহীন হাসান চত্বর থেকে ফেনসিডিলসহ রানা ও কালু নামের দুই যুবককে আটক করে। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলাসহ আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, চুয়াডাঙ্গা পৌর এলাকার সাতগাড়ি পুরাতনপাড়ার মৃত বিশারত আলীর ছেলে আবুল কাশেম মুলাম (৪০) একজন মাদকব্যবসায়ী। গতকাল মঙ্গলবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশের একটি দল তার বাড়িতে অভিযান চালায়। এ সময় ৯০ পুরিয়া গাঁজাসহ মুলামকে আটক করা হয়।

এদিকে দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশ শহরের শহীদ হাসান চত্বরে অভিযান চালিয়ে রানা ও কালু নামের দুই যুবককে আটক করে। এ সময় তাদের  কাছ থেকে ৯০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। আটককৃত রানা পরিচয় দিতে গিয়ে বলেছে, তার বাড়ি কুষ্টিয়া বটতৈল গ্রামের পিতার নাম আজিজুল হক। আশাদুল ওরফে কালু নিয়েকে পরিচয় দিতে গিয়ে বলেছে, তার বাড়ি জীবননগর উপজেলার গহেশপুর গ্রামে। তার পিতার নাম মৃত ফরজ আলী।