৪টি ইটভাটা মালিকের তিন লাখ ২০ হাজার টাকা জরিমানা

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ায় ইটভাটায় অবৈধভাবে কাঠ পোড়ানোর অভিযোগে চার ভাটা মালিককে ৩ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার দুপুরে সদর উপজেলার হাটশ হরিপুর ইউনিয়নের চর বানিয়াপাড়ায় অভিযান চালিয়ে এ জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম মাজহারুল ইসলাম।
আদালতসূত্রে জানা গেছে, সরকারি নিষেধ অমান্য করে সদর উপজেলার হাটশ হরিপুর ইউনিয়নের চর বানিয়াপাড়া এলাকার ৪টি ইটভাটায় দেদারছে অবৈধ কাঠ পোড়ানো হচ্ছে এ অভিযোগের ভিত্তিতে গতকাল মঙ্গলবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম মাজহারুল ইসলামের নেতৃত্বে পরিবেশ অধিদফতরের কর্মকর্তারা ওইসব ইটভাটায় অভিযান চালান। এ সময় ইটভাটায় অবৈধভাবে কাঠ পোড়ানোর প্রমাণ মিললে ৪টি ইটভাটা মালিককে ৩ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সাথে ইটভাটায় কাঠ ব্যবহার নিষিদ্ধ করেন ভ্রাম্যমাণ আদালত।