হরিনাকুণ্ডুতে রফিউদ্দীন সাধকের ওফাত দিবস পালিত

 

 

ঝিনাইদহ প্রতিনিধি: সুফিবাদ ও ওলি আওলিয়াদের চারণ ভূমি ঝিনাইদহের হরিণাক-ুু উপজেলার হরিশপুর গ্রামে গত সোমবার সাধক পুরুষ রফি উদ্দীনের ৩৭তম ওফাত দিবস যথাযথ মর্যাদা ও বিস্তারিত কর্মসূচির মধ্যদিয়ে পালিত হয়। ঝিনাইদহের অতিরিক্ত জেলা ম্যজিস্ট্রেট আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক ড. মো. তৌহিদুল হাসান।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন সরকারি লালন শাহ কলেজের অধ্যক্ষ আতিয়ার রহমান, জেলা আনসার ও ভিডিপি অফিসার আহসান উল্লাহ, জেলা কালচারাল অফিসার জসিম উদ্দীন, সাধক পুরুষ রফিউদ্দীনের ছেলে খোন্দকার দবির উদ্দীন, খোন্দকার কুতুব উদ্দীন ও সিও এনজিওর নির্বাহী পরিচালক শামসুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন ঝিনাইদহ জেলা বাউল সমিতির সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম বাদশা। অনুষ্ঠানে বক্তাগণ বলেন এদেশে সুফি মতোবাদ ছিলো বলেই আজ ইসলাম ধর্মের মর্মবানী সঠিক ভাবে সমাজে প্রতিষ্ঠিত। আজ বিভিন্ন মতোবাদ ফেরি করে বিক্রি হচ্ছে। সেগুলো ইসলামের সাথে সাংঘর্ষিক ও মানুষকে গোমরাহ’র পথে নিয়ে যাচ্ছে। বক্তাগণ আরও বলেন, দরবেশ সিরাজ সাঁই, ফবির লালন শাহ, খোন্দকার পাঞ্জু শাহ, দুদ্দু শাহ, পাগলাকানাই, মনিরুদ্দীনসহ অসংখ্য সাধক পুরুষ হরিশপুরের মাটিতে জন্ম নিয়ে শুধু এই অঞ্চল নয় গোটা বিশ্বকে আলোকিত করেছেন। তাদের গান ও কবিতা বিশ্ববিদ্যালয়ে গবেষণা করা হচ্ছে। মানুষের মুখে এ সব সাধকদের গান এক অন্যরকম অনুভূতির সৃষ্টি করে।