দামুড়হুদায় নতুন করে সার ডিলার না দেয়ার দাবিতে জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন

স্টাফ রিপোটার: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রণালয়ের ২০০৯ সালে প্রকাশিত নিতীমালা অনুযায়ী প্রতিটি পৌরসভা ও ইউনিয়ন এলাকায় একজন করে সার ডিলারের অনুমোদনের কথা উল্লেখ রয়েছে। সে মোতাবেক দামুড়হুদা উপজেলা এলাকার একটি পৌরসভা ও ৮ ইউনিয়নে রয়েছে একজন করে সার ডিলার। সম্প্রতি সার ডিলারের লাইসেন্স পেতে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন করেছেন কুড়–লগাছির একজন ব্যবসায়ী। এ নিয়ে অনুমোদিত সার ডিলারদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। দামুড়হুদা উপজেলা ফাটিলাইজার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বৈঠকের মাধ্যমে জেলা প্রশাসক বরাবর লিখিত আবেদন করা হয়েছে। অ্যাসোসিয়শনের সভাপতি রবিউল ইসলাম ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সোহেল স্বাক্ষরিত আবেদনে এ উপজেলায় আর কোনো ডিলার না দেয়ার দাবি করা হয়েছে। অতিরিক্ত কাউকে সার ডিলারের অনুমতি দেয়া হলে সার ডিলাররা আন্দোলন কর্মসূচি ঘোষণা দিতে পারে। ডিলাররা অভিযোগ করে আরও বলেছেন, সরকারের নীতিমালা বর্হিঃভূত কোনো অনুমোদন দেয়া হলে প্রয়োজনে মামলা দায়ের করা হতে পারে। বিষয়টির প্রতি চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সুনজর দাবি করেছেন অনুমোদিত সার ডিলাররা।