সমাজসেবার উদ্ভাবন : সেবায় এবার ডিজিটাইজেশন

 

চুয়াডাঙ্গা ও মেহেরপুরসহ দেশব্যাপী সমাজসেবা দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনাসভা

 

স্টাফ রিপোর্টার: ‘সমাজসেবার উদ্ভাবন, সেবায় এবার ডিজিটাইজেশন’ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে চুয়াডাঙ্গা ও মেহেরপুরসহ দেশব্যাপী জাতীয় সমাজসেবা দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল সোমবার সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের কোর্ট রোড প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা সমাজসেবা অধিদফতরের উপ-পরিচালক আতিয়ার রহমানের সভাপতিত্বে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সায়মা ইউনুস। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনজুমান আরা ও পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু।

চুয়াডাঙ্গা সমনি¦ত দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষা কার্যক্রমের রিসোর্স শিক্ষক মনোজ কান্তি রায়ের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা সমাজসেবা অফিসার আব্দুুল্লাহ আল সামী। আরও বক্তব্য রাখেন জেলা ব্র্যাক প্রতিনিধি জাহাঙ্গীর আলম ও আত্মবিশ্বাসের প্রশাসনিক কর্মকর্তা শাহেদ হাসান হালিম। সভায় সমাজসেবা অধিদফতরের বিভিন্ন সেবামূলক কার্যক্রম সম্পর্কে আলোচনা করেন অতিথিবৃন্দ।

আলমডাঙ্গা ব্যুরো জানিয়েছে, আলমডাঙ্গা সমাজসেবা অধিদফতরের উদ্যোগে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার আজাদ জাহানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হেলাল উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী খালেদুর রহমান অরুন, সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম, আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মেহেদী রাসেল প্রমুখ।

দামুড়হুদা প্রতিনিধি জানিয়েছেন, দামুড়হুদায় জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে সকাল ১০টার দিকে এক বর্ণাঢ্য র‌্যালি উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা সমাজসেবা অফিসার ছানোয়ার হোসেনের সভাপতিত্বে আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান মাও. আজিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল কাদের, মহিলা ভাইস চেয়ারম্যান ছালমা জাহান পারুল, উপজেলা কৃষি অফিসার সুফি মো. রফিকুজ্জামান, উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) আশরাফুল আলম, ওয়ার্পের নির্বাহী পরিচালক আবেদ উদ-দৌলা টিটন, সততার নির্বাহী পরিচালক মো. নুরনবী, আদর্শ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক কলিম উদ্দীন প্রমুখ।

মেহেরপুর অফিস জানিয়েছে, জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে সকাল সাড়ে ৯টার দিকে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রশিদুল মান্নাফ কবিরের নেতৃতে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমি চত্বরে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক পরিমল সিংহের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক ফরহাদ হোসেন। অনুষ্ঠানের অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা সমাজসেবা অধিদফতরের উপ-পরিচালক দেলোয়ার হোসেন, সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা আশরাফুল ইসলাম প্রমুখ।

গাংনী প্রতিনিধি জানিয়েছেন, মেহেরপুর গাংনীতে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে গতকাল রোববার সকালে উপজেলা সমাজসেবা কার্যালরে উদ্যোগে র‌্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথী ছিলেন মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন।

‘সমাজ সেবার উদ্ভাবন, এবার সেবায় ডিজিটালাইজেশন’ এই প্রতিপাদ্যে দিবসটি পালিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আরিফ-উজ-জামান। বিশেষ অতিথী ছিলেন গাংনী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মুন্তাজ আলী, গাংনী থানার ওসি আনোয়ার হোসেন, বিশিষ্ট সংগঠক সিরাজুল ইসলা, ধানখোলা ইউপি চেয়ারম্যান আখেরুজ্জামান ও নবনির্বাচিত জেলা পরিষদ মেম্বার মজিরুল ইসলাম।

মুজিবনগর প্রতিনিধি জানিয়েছেন, জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে গতকাল সকাল ১০টার দিকে মুজিবনগর উপজেলা চত্বর থেকে উপজেলা নির্বাহী অফিসার হেমায়েত উদ্দিনের নেতৃত্বে একটি র‌্যালি বের হয়ে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা হল রুমে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। উপজেলা সমাজসেবা অফিসার তৌফিকুর রহমানের সভপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার হেমায়েত উদ্দিন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, সিনিয়র মৎস্য অফিসার শহিদুল ইসলাম, সমবায় অফিসার ফসিয়ার রহমান ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল জলিল প্রমুখ।