প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের সম্ভাব্য দল

 

মাথাভাঙ্গা মনিটর: আজ মঙ্গলবার নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে মাঠে নামবে বাংলাদেশ। তৃতীয় ওয়ানডেতে সুযোগ না পেলেও প্রথম টি-টোয়েন্টিতে সৌম্য সরকার সুযোগ পাচ্ছেন বলে জানা গেছে। প্রথম টি-টোয়েন্টির একাদশ: খেলবেন- মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ, ইমরুল কায়েস, সাব্বির রহমান, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন সৈকত, মুস্তাফিজুর রহমান, নুরুল হাসান সোহান। আজ মঙ্গলবার বাংলাদেশ সময় বেলা ১২টায় ম্যাচটি শুরু হবে। এ ম্যাচ দিয়ে টি-টোয়েন্টি ফরম্যাটে নিজের ৫০তম ম্যাচ খেলতে নামবেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। বাংলাদেশের পঞ্চম খেলোয়াড় হিসেবে এই মাইলফলক স্পর্শ করবেন তিনি। আর বিশ্বের ৪৬তম খেলোয়াড় হিসেবে এই কীর্তি গড়বেন ম্যাশ। ২০০৬ সালে খুলনা বিভাগীয় স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি অভিষেক হয় মাশরাফির। এরপর থেকে দলের সেরা বোলার হিসেবেই বাংলাদেশকে সার্ভিস দিয়েছেন তিনি। ইনজুরির জন্য অনেকগুলো টি-টোয়েন্টি ম্যাচেও অংশ নিতে পারেননি ম্যাশ। তারপরও ৫০তম ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করতে যাচ্ছেন তিনি। মাশরাফির আগে বাংলাদেশের হয়ে ৫০ বা তার বেশি খেলেছেন মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ ও তামিম ইকবাল