দামুড়হুদার পীরপুরকুল্লায় বিয়ের প্রলোভনে যুবতীর দেহ ভোগ : বিয়ের দাবিতে অনড় যুবতী বেঁকে বসেছে অভিযুক্ত তাহাজুল

 

কুড়–লগাছি প্রতিনিধি: দামুড়হুদরা পীরপুরকুল্লায় বিয়ের দাবিতে তিন দিন ধরে অনড় কলেজছাত্রী রুপসা প্রমিকার বাড়িতে অবস্থান। বিয়ের দাবিতে অস্বীকার করেছে অভিযুক্ত তাহাজুল। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

জানা গেছে, দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের পীরপুরকুল্লা গ্রামের নতুনপাড়ায় ইসমাইলের ছেলে তাহাজুলের (২০) সাথে কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজের ১ম বর্ষের ছাত্রী রুপসার সাথে দীর্ঘ এক বছর যাবত প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তাহাজুল বিয়ের প্রলোভনে দীর্ঘদিন ধরে রুপসার দেহভোগ করে আসছে। গত রোববার বিকেল ৪ টার দিকে পীরপুরকুল্লা গ্রামে পৌঁছায় মানবতা ফাউন্ডেশনের নেতৃবৃন্দসহ স্থানীয় সাংবাদিক ও গ্রামবাসী। রুপসার মুখে যাবতীয় ঘটনার বর্ণনা শোনেন মানবতা ফাউন্ডেশনের কর্মকর্তা বৃন্দ সেই সাথে রুপসাকে যাবতীয় আইনী সহায়তার আশ্বাস দেন। তাহাজুল বউ হিসেবে স্বৃকৃতি না দিলে কাল মঙ্গলবার মানবতা ফাউন্ডেশনের মাধ্যমে আদালতে মামলা করা হবে বলে জানিয়েছেন সংস্থাটির পরিচালকসহ নেতৃবৃন্দ। যুবতীর পরিবারের পাশে দাড়িয়েছে মানবতা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অ্যাড. অহিদুল আলম মানি খন্দকার তারা যুবতীকে সার্বিক আইনের সহয়তার আশ্বাস দিয়েছেন। এ সময় উপস্থিত ছিলেন প্রধান সমন্বয়কারী অ্যাড. কাইজার হোসেন জোয়ার্দ্দার শিল্পী, গণসংযোগ কর্মকর্তা হাফিজ উদ্দীন হাবলু, অপারেশন অফিসার অ্যাড: জিল্লুর রহমান, উপদেষ্টা অ্যাড. আফতাব উদ্দীন, মো. তুর্যউর রহমান তুর্য, কার্পাসডাঙ্গা সাংবাদিক এমএ জলিল, সাংবাদিক মেহেদী হাসান মিলন, হাশেম রেজা হাসমত, সুলতান জসিম।