স্টাফ রিপোর্টার: ঝিনাইদহে এমপিদের নিরাপত্তা জোরদার করেছে পুলিশ। এমপিদের নিরাপত্তায় পোশাকি পুলিশের পাশাপাশি শাদা পোশাকের পুলিশ মোতায়েন করা হয়েছে। গত শনিবার গাইবান্ধার সুন্দরগঞ্জের এমপি মঞ্জুরুল ইসলাম লিটন হত্যাকা-ের পর পুলিশ এমপিদের নিরাপত্তা জোরদার করেছে। জেলা জুড়ে পুলিশের নজরদারিও বাড়ানো হয়েছে। যেকোনো ধরনের নাশকতা প্রতিরোধে জেলার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে চেকপোস্ট বসানো হয়েছে বলে পুলিশ সুপার মো. মিজানুর রহমান জানান। চেকপোস্টগুলোতে সন্দেহভাজন ব্যক্তিদের দেহ তল্লাশি করা হচ্ছে।