চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের আয়োজনে সরকারি কর্মকর্তা-কর্মচারী ও সন্তানদের ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের আয়োজনে সরকারি কর্মকর্তা-কর্মচারী এবং তাদের সন্তানদের ২৯তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। গতকাল সোমবার সকাল ৯টায় চুয়াডাঙ্গা ভি.জে স্কুলমাঠে দিনব্যাপী অনুষ্ঠিত ওই প্রতিযোগিতার উদ্বোধন করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক সায়মা ইউনুস। পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্যদিয়ে শুরু হওয়া উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা প্রশাসক সায়মা ইউনুস, ক্রীড়া পতাকা উত্তোলন  করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আঞ্জুমানআরা, চুয়াডাঙ্গা সদর উপজেলার পতাকা উত্তোলন করেন ভারপ্রাপ্ত ইউএনও পুলক কুমার মন্ডল, আলমডাঙ্গা উপজেলার পতাকা উত্তোলন করেন নির্বাহী অফিসার আজাদ জাহান, দামুড়–হুদা উপজেলার পতাকা উত্তোলন করেন নির্বাহী অফিসার রফিকুল হাসান ও জীবননগর উপজেলার পতাকা উত্তোলন এনডিসি তরিকুল ইসলাম। এরপর সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের জন্য, কর্মকর্তা-কর্মচারীদের জন্য ও অতিথিদের জন্য সর্বমোট ৩০টি ইভেন্টের প্রতিযোগিতা সম্পন্ন হয়। সবচেয়ে আর্কষণীয় ইভেন্ট ছিলো মহিলা কর্মকর্তাদের বর্শা নিক্ষেপ প্রতিযোগিতা। ওই প্রতিযোগিতায় বর্ষা নিক্ষেপ করে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক সায়মা ইউনুস প্রথম স্থান অধিকার করেন। প্রতিযোগিতা শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দা নাফিজ সুলতানার উপস্থাপনায় পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। পুরস্কার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক সায়মা ইউনুস। সকল ইভেন্টের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিগণ।