মায়ের ওপর অত্যাচার করতেন তাপস পাল?

 

মাথাভাঙ্গা মনিটর: রোজভ্যালি চিট ফান্ডের সাথে যোগ সূত্র থাকার অভিযোগে শুক্রবার গ্রেফতার করা হয়েছে তৃণমূলের এমপি ও কোলকাতার জনপ্রিয় অভিনেতা তাপস পাল। তাকে সিবিআই হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। দু দিনের জিজ্ঞাসাবাদ শেষে পুনরায় আদালতে সোপর্দ করা হবে তাকে। তাপস পাল গ্রেফতারের পর ভারতীয় গণমাধ্যম তার বিরুদ্ধে অতীতে উত্থাপিত নানা অভিযোগও সামনে অনেছে। এর মধ্যে রয়েছে মায়ের ওপর অত্যাচারের অভিযোগ। যে অভিযোগে অতীতে আদালতেও যেতে হয়েছে তাপস পালকে। অভিযোগ রয়েছে বাকি বোনদের বঞ্চিত করে পারিবারিক সম্পত্তি দখল করে নিতে চান এ অভিনেতা। এমন অভিযোগ করেছিলেন তাপস পালের বোন বিজেপি নেত্রী পাপিয়া বাইন (পাল)। তাই তো তাপস পাল এখন গ্রেফতার হলেও তার পক্ষে কোনো কথা বলেননি পাপিয়া। তাপসের ছোটবেলার বন্ধুরাও তাপসকে নিয়ে কোনো কথা বলছেন না। তাপসের মা মৃত্যুর আগে কখনও চন্দননগরে, কখনও দুর্গাপুরে মেয়েদের বাড়িতে থেকেছেন। পারিবারিক ঝামেলার বিষয়টি পরে চন্দননগর থেকে কোলকাতার আদালত পর্যন্তও গড়িয়েছে। যার জেরে এক সময়ে চন্দননগরের প্রতিষ্ঠিত চিকিৎসক জিসি পালের বাড়ি দীর্ঘদিন ধরে তালা বন্ধ। প্রয়াত চিকিৎসক জিসি পালের ছেলে তাপস পাল বা অন্য কোনো মেয়ে আর ওই বাড়িতে যান না।