নতুন বছর নতুন দিন, নতুন বইয়ে হোক রঙিন স্লোগানে চুয়াডাঙ্গা মেহেরপুরসহ সারাদশে বই উৎসব

 

মাথাভাঙ্গা ডেস্ক: ‘নতুন বছর নতুন দিন, নতুন বইয়ে হোক রঙিন’ এই স্লোগানকে সামনে রেখে সারাদেশে মতো চুয়াডাঙ্গা ও মেহেরপুরে উদযাপিত হয়েছে বই উৎসব দিবস। গতকাল রোববার সকাল ১০টায় চুয়াডাঙ্গা ভি.জে সরকারি উচ্চ বিদ্যালয়ে ওই উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক সায়মা ইউনুস। এ সময় উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার মিজানুর রহমান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রমেন্দ্রনাথ পোদ্দার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনি মোহন বিশ্বাসসহ আরও অনেকে। পরে একই অনুষ্ঠানে কেদারগঞ্জ ও রেল বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হয়। বছরের প্রথম দিনে নতুন বই পেয়ে শিক্ষার্থীরা মেতেছে আনন্দে। তবে গত বছরের তুলনায় এবার বইয়ের পৃষ্টার মান অনেক ভালো বলে জানিয়েছে তারা।

বেলা সাড়ে ১১টায় চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বই উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক। উদ্বোধনকালে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজগার আলীসহ অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। চুয়াডাঙ্গা আদর্শ উচ্চ বালিকা বিদ্যালয়ে বই বিতরণ করা হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিলকিছ জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু। বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের সাবেক সদস্য শফিউল ইসলাম। সকাল ১০টায় সীমান্ত মাধ্যমিক বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে বই বিতরণ করা হয়। বিদ্যালয়ের সভাপতি চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক মোহাম্মদ আমির মজিদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন। এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহজেবিনসহ অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। সকাল ১০টায় চুয়াডাঙ্গা রেলবাজার আলিয়া মাদরাসায় বই উৎসবে শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা আলিয়া মাদরাসার সভাপতি জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, সহকারী জেলা শিক্ষা অফিসার আতাউর রহমান, অধ্যক্ষ আলহাজ্জ মাও. মীর মুহাম্মদ জান্নাত আলী, আসাদুল হোসেন জোয়ার্দ্দার লেমন, রাশেদুল ইসলাম জোয়ার্দ্দারসহ মাদরাসার অন্যান্য শিক্ষকবৃন্দ। সকাল সাড়ে ১১টায় চুয়াডাঙ্গা রেলবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ করেন বিদ্যালয় পরিচালনা পর্ষদ সভাপতি নাসির আহাদ জোয়ার্দ্দার ও প্রধান শিক্ষক লতিফুন্নেছা। এদিকে চুয়াডাঙ্গা মহিলা দাখিল মাদরাসায় বই বিতরণ করা হয়েছে। এ সময় প্রতিষ্ঠানের সভাপতি জামির হাসান জোয়ার্দ্দার, ভারপ্রাপ্ত সুপার মমতাজ বেগম উপস্থিত ছিলেন। এছাড়া চুয়াডাঙ্গা বহুমুখী একাডেমি, আদর্শ উচ্চ বিদ্যালয় ও ঝিনুক বালিকা মাধ্যমিক বিদ্যালয় বই বিতরণ করা হয়।

সরোজগঞ্জ প্রতিনিধি জানিয়েছেন, সরোজগঞ্জের ছাদেমান নেছা মাধ্যমিক বিদ্যালয়ে বই বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন শঙ্করচন্দ্র ইউপি চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আব্দুর রহমান, প্রতিষ্ঠাতা হাজি আব্দুল্লা শেখ, বিদ্যালয়ের সভাপতি পদ্মবিলা ইউপি চেয়ারম্যান আবু তাহের, প্রধান শিক্ষক আবু সালেহ প্রমুখ। এছাড়া সরোজগঞ্জ উচ্চ বিদ্যালয়ে বই বিতরণ করা হয়েছে। উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা কৃষকলীগের সভাপতি আজিজুল হক বিশ্বাস, বিদ্যালয়ের সভাপতি সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি জুয়েল রানা প্রমুখ।

ডিঙ্গেদহ প্রতিনিধি জানিয়েছেন, ডিঙ্গেদহ সোহরাওয়ার্দ্দী স্মরণী বিদ্যাপীঠে শঙ্করচন্দ্র ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান প্রধান অতিথি হিসেবে ছাত্র-ছাত্রীদের হাতে নতুন বই তুলে দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সভাপতি হাবিবুর রহমান। এছাড়া ডিঙ্গেদহ বালিকা বিদ্যালয়ে বই বিতরণ অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান প্রধান অতিথি ছিলেন।

বেগমপুর প্রতিনিধি জানিয়েছেন, সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের হিজলগাড়ি, কোটালী, বেগমপুর-যদুপুর মাধ্যমিক বিদ্যালয়, বেগমপুর দাখিল মাদরাসা, তিতুদহ ইউনিয়নের খাড়াগোদা, তিতুদহ, গিরিশনগর মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হয়েছে। হিজলগাড়ি মাধ্যমিক বিদ্যালয়ের বই বিতরণ অনুষ্ঠনে প্রধান অতিথি ছিলেন বেগমপুর ইউপি চেয়ারম্যান আলী হোসেন জোয়ার্দ্দার। উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক আলী হোসেন মাস্টার প্রমুখ।

বদরগঞ্জ প্রতিনিধি জানিয়েছেন, আলিয়ারপুর আজিজ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি আব্দুল মোতালেবের সভাপতিত্বে বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন ৩ নং কুতুবপুর ইউপি চেয়ারম্যান মো. আলী আহমেদ হাসানুজ্জামান মানিক, জেলা  আ.লীগের সদস্য সাবেক ইউপি চেয়ারম্যান শাখাওয়াত হোসেন টাইগার, সাবেক ইউপির চেয়ারম্যান নজরুল ইসলাম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলাউদ্দিন আহমেদসহ আরও অনেকে। এছাড়া বদরগঞ্জ বাকিবিল্লাহ কামিল মাদরাসায় বই বিতরণ করা হয়।

পদ্মবিলা প্রতিনিধি জানিয়েছেন, কুশোডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণে উপস্থিত ছিলেন সভাপতি ও পদ্মবিলা ইউনিয়ন আ.লীগের সিনিয়র উপদেষ্টা খাজা শাহবুদ্দিন, প্রধান শিক্ষক মারুফ বিল্লাহসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।

আলমডাঙ্গা ব্যুরো জানিয়েছে, আলমডাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা আজাদ জাহানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান হেলাল উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী খালেদুর রহমান অরুন, মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা, মাধ্যমিক শিক্ষা অফিসার দ্বীনেশ চন্দ্র পাল ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নুর ইসলাম। এছাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়, বহুমুখী পাইলট মাধ্যমিক বিদ্যালয়, আলমডাঙ্গা হাটবোয়ালিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়, হারদী নার্গিস ইসলাম নি¤œ মাধ্যমিক বালিকা বিদ্যালয়, হারদী মীর শামসুদ্দিন আহমেদ মাধ্যমিক বিদ্যালয়, পাঁচলিয়া জামাল উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়, নওলামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ উপজেলার বিভিন্ন বিদ্যালয়ে বই বিতরণ করা হয়েছে।

মুন্সিগঞ্জ প্রতিনিধি জানিয়েছেন, আলমডাঙ্গার সৃজনী মডেল বিদ্যাপীঠে বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের নবনির্বাচিত সদস্য খলিলুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সাবেক ইউপি সদস্য মোয়াজ্জেম হোসেন, মসলেম উদ্দিন, যুবলীগ নেতা অশোক অধিকারী ও ইউপি সদস্য ওহিদ আলী। সার্বিক তত্ত্বাবধান করেন প্রধান শিক্ষক আহাদ আলী মোল্লা। পরে স্থানীয় আলোকিত কিন্ডার গার্টেন স্কুলে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করেন অতিথিবৃন্দ।

জামজামি প্রতিনিধি জানিয়েছেন, জামজামি, ডাউকি ও খাসকররা ইউনিয়নের বিভিন্ন মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ করা হয়েছে। জামজামি বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকাল ১০টায় প্রধান শিক্ষক ওয়াজেদ আলীর সভাপতিত্বে বই উৎসবের উদ্বোধন করেন প্রধান অতিথি বিদ্যালয়ের সভাপতি আ.লীগ নেতা রিপন শাহ। ডাউকির বশিরা মালিক মাধ্যমিক বিদ্যালয়, পাঁচলিয়া জামাল উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়, চরপাড়া জেসিবি মাধ্যমিক বিদ্যালয় ও খারকররা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ করা হয়।

ভালাইপুর প্রতিনিধি জানিয়েছেন, গোকুলখালী মাধ্যমিক বিদ্যালয়ে বই বিতরণ অনুষ্ঠানে সভাপতি বিল্লাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক চিৎলা ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান। এদিকে দামুড়হুদার কলাবাড়ি-রামনগর মাধ্যমিক বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের মাঝে বই বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সভাপতি সালাহ উদ্দিন, প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমানসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।

আলুকদিয়া প্রতিনিধি জানিয়েছেন, পাঁচকমলাপুর আলিয়াটনগর মাধ্যমিক বিদ্যালয়ে বই বিতরণ করা হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল ওহাবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের সভাপতি খাদিমপুর ইউপি চেয়ারম্যান আব্দুল হালিম ম-ল। এছাড়া বটিয়াপাড়া শিয়ালমারি মাধ্যমিক বিদ্যালয়ে বই বিতরণ করা হয়। এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাহান, সভাপতি জামসেদুর রহমান জোয়ার্দ্দার উপস্থিত ছিলেন।

দামুড়হুদা প্রতিনিধি জানিয়েছেন, দামুড়হুদায় একযোগে বিভিন্ন বিদ্যালয়ে নতুন বই বিতরণ করা হয়েছে। গতকাল রোববার সকালে দামুড়হুদা পাইলট গালর্স স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ নূরজাহান খাতুনের সভাপতিত্বে বই বিতরণ অনুষ্ঠানে দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান মাও. আজিজুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে নুতন বই তুলে দেন। বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রফিকুল হাসান, দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিকাশ কুমার সাহা ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নূরজাহান বেগম। এছাড়া একাডেমিক সুপার ভাইজার রাফিজুল ইসলাম, বিদ্যালয়ের সভাপতি ইসমাইল হোসেন, জেলা পরিষদের সদ্য নির্বাচিত ১১ নং ওয়ার্ড সদস্য দামুড়হুদা পাইলট সরকারি হাইস্কুলের সভাপতি শফিউল কবির ইউসুফ, প্রধান শিক্ষক নজরুল ইসলাম, দামুড়হুদা ডিএস দাখিল মাদরাসার সভাপতি সেলিম উদ্দীন বগা, ডিএস দাখিল মাদরাসার ভারপ্রাপ্ত সুপার জয়নাল আবেদীন, দশমী বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মো. নুরনবী, প্রধান শিক্ষক আলেয়া বিলকিস, সাবেক মেম্বার আবুল হাশেম, ইমান আলী প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন শিক্ষক মিজানুর রহমান।

দর্শনা অফিস জানিয়েছে, দর্শনা পৌর শহরের ১০ সরকারি প্রাথমিক বিদ্যালয়, ১ মাদরাসা, ১ বালিকা বিদ্যালয়, ৪ মাধ্যমিক বিদ্যালয় ও ৩ কিন্ডার গার্ডেনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নতুন বই তুলে দেয়া হয়েছে শিক্ষার্থীদের হাতে। সকাল সাড়ে ১০টার দিকে দর্শনা ডিএস সিনিয়র ফাজিল মাদরাসার আগে পূর্বরামনগরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর।

মাদরাসা সভাপতি গোলাম ফারুক আরিফের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দর্শনা সরকারি কলেজের অধ্যক্ষ শহিদুল ইসলাম, দর্শনা মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাও. শফিউদ্দিন, দর্শনা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর শোনিত কুমার গায়েন প্রমুখ। কেরুজ হাইস্কুল, প্রাইমারি স্কুল, পূর্বরামনগর ও আজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কেরুজ চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক এবিএম আরশাদ হোসেন, প্রধান শিক্ষক আকরাম হোসেন শিকদার প্রমুখ। এছাড়া দামুড়হুদার ডুগডুগি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী শাহ মিন্টু নতুন বই তুলে দেন শিক্ষার্থীদের হাতে।

কার্পাসডাঙ্গা প্রতিনিধি জানিয়েছেন, দামুড়হুদার কার্পাসডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়, কার্পাসডাঙ্গা বালিকা বিদ্যালয়, কার্পাসডাঙ্গা সারকারি প্রাথমিক বিদ্যালয়, মিশন সরকারি প্রাথমিক বিদ্যালয়, কার্পাসডাঙ্গা বিএ ফাজিল মাদরাসা, হাদিকাতুল উলুম মাদরাসা,বাঘাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ধান্যঘরা সরকারি প্রাথমিক বিদ্যালয়, আরামডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়, কুতুবপুর মাধ্যমিক বিদ্যালয়, কুতুবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, নাটুদহ মাধ্যমিক বিদ্যালয়সহ ওই এলাকার বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে বই বিতরণ করা হয়।

জীবননগর ব্যুরো জানিয়েছে, নতুন বছরের প্রথম দিনে জীবননগর উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয়, মাদরাসা, সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডার গার্টেনে বই উৎসব অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকালে চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শাপলাকলি আদর্শ মাধ্যমিক বিদ্যালয় ও জীবননগর পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে বই বিতরণ উৎসবের উদ্বোধন করেন।

উদ্বোধন অনুষ্ঠানে বর্তমান সরকারের স্বদিচ্ছার কথা উল্লেখ করে বলেন, ডিজিটাল বাংলাদেশ বির্নিমাণে সরকার এগিয়ে চলেছে। বছরের প্রথম দিনে সারাদেশে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের হাতে বিপুল সংখ্যক বই তুলে দেয়া অত্যান্ত কঠিন ব্যাপার। কিন্তু স্বদিচ্ছার কারণে সরকার অসম্ভবকে সম্ভব করে আজ শিক্ষার্থীদের হাতে পাঠ্য পুস্তক তুলে দিচ্ছে। শিক্ষার হার বৃদ্ধিতে সরকার এ ছাড়াও নানান প্রকল্প হাতে নিয়েছে। বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন ঘটানো হচ্ছে। সরকারের ওই উদ্যোগের ফলে প্রতি বছর দেশে শিক্ষার হার বৃদ্ধি পাচ্ছে বলে তিনি উল্লেখ করেন। শাপলাকলি আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি উপজেলা চেয়ারম্যান আবু মো. আব্দুল লতিফ অমলের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার নূরুল হাফিজ, পৌর মেয়র জাহাঙ্গীর আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান হাজি হাফিজুর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকি প্রমুখ। পরে তিনি পাইলট মাধ্যমিক বালিকা যান এবং ছাত্রীদের হাতে বই তুলে দেন। একই সাথে উপজেলার ২১ মাধ্যমিক বিদ্যালয় ও ৭ মাদরাসায় বই উৎসব অনুষ্ঠিত হয়। এছাড়া দৌলৎগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আবু মো. আব্দুল লতিফ অমল।

ডাকবাংলা প্রতিনিধি জানিয়েছেন, চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর মাধ্যমিক বিদ্যায়য়ে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সভাপতি আশাবুল হক, প্রধান শিক্ষক আবু বক্কর সিদ্দিক প্রমুখ। ঝিনাইদহ সদর উপজেলার ডাকবাংলা সাধুহাটি বালিকা বিদ্যালয়, উত্তর নারায়ণপুর মাধ্যমিক বিদ্যালয়ে বই বিতরণ করা হয়।

মেহেরপুর অফিস জানিয়েছে, মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে শিশুদের হাতে নতুন বই তুলে দিয়ে বই উৎসবের উদ্বোধন ঘোষণা করেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হামিদ। বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার সুভাষ চন্দ্র গোলদার। অনুষ্ঠানে শিক্ষক, ছাত্রছাত্রী ও অভিভাবকবৃন্দ এ সময় সেখানে উপস্থিত ছিলেন।

এদিকে মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের অধ্যক্ষ মহাঃ আখতারুজ্জামান, সহকারী প্রধান শিক্ষক ফিরোজ আহম্মেদসহ শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ। এদিকে মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্র্রধান শিক্ষক অজিৎ কুমার রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা শুভাষ চন্দ্র গোলদার। উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী শিক্ষক মোজাম্মেল হক, আব্দুর রাজ্জাকসহ শিক্ষক ও শিক্ষার্থীরা। মেহেরপুরে ফ্রেন্ডস্ ফাউন্ডেশন মডেল একডেমি বেলা ১১টার দিকে আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করে। ফ্রেন্ডস্ ফাউন্ডেশন-এর সহ-সভাপতি অ্যাড. মিয়াজান আলী প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন।

এদিকে আমঝুপি মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর ১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেন। তিনি বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে সরকার সবধরণের উদ্যোগ গ্রহণ করেছে। বর্তমান সরকার কৃষি, স্বাস্থ্য, শিক্ষা, তথ্য প্রযুক্তি, অবকাঠামোসহ প্রতিটি ক্ষেত্রে সফলতা দেখিয়েছে। বিদ্যালয়ের সভাপতি আমঝুপি ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাসেল আহম্মেদ। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক পরিমল সিংহ, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সুভাষ চন্দ্র গোলদার, উপজেলা নির্বাহী অফিসার মঈনুল হাসান ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল খায়ের। পরে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন অতিথিবৃন্দ।

মুজিবনগর প্রতিনিধি জানিয়েছেন,  মুজিবনগর মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে বই বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার হেমায়েত উদ্দিন। প্রাথমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান ও মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম ফারুক অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন।

কোটচাঁদপুর প্রতিনিধি জানিয়েছেন, কোটচাঁদপুর পাইলট মাধ্যমিক বালক বিদ্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার শাম্মী ইসলামের সভাপতিত্বে ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য নবী নেওয়াজ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন। এ সময় মাধ্যমিক শিক্ষা অফিসার মাসুদুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মুন্সী ফিরোজা সুলতানা, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজুর রহমানমহ অনেকেই উপস্থিত ছিলেন।

মহেশপুর প্রতিনিধি জানিয়েছেন, মহেশপুর ফতেপুর গাজীরন নেছা বালিকা বিদ্যালয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম সিরাজ ও বিদ্যালয়ের সভাপতি আব্দুর রহমান উপস্থিত থেকে বই বিতরণ করেন। পরে ফতেপুর প্রাথমিক বিদ্যালয়ে ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম সিরাজ ও ইউপি সদস্য আশাদুল ইসলাম উপস্থিত থেকে বই বিতরণ করেন। এছাড়া খালিশপুর মাধ্যমিক বিদ্যালয়, মহেশপুর মডেল মাধ্যমিক বিদ্যালয়, মহেশপুর বালিকা বিদ্যালয়সহ মহেশপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বই বিতরণ করা হয়।