চুয়াডাঙ্গা ও ভালাইপুর মোড়ে ভ্রাম্যমাণ আদালত : তিনটি ওষুধের দোকানিকে জরিমানা

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার ভালাইপুর মোড়ের দুটি ও দৌলাতদিয়াড় ফায়ার স্টেশন এলাকার একটি ওষুধের দোকানিকে জরিমানা করা হয়েছে। গতকাল রোববার বিকেলে পরিচালিত ভ্রাম্যমান আদালত এ অর্থদ-াদেশ দেন। জরিমানার মোট ১২ হাজার টাকা সাথে সাথে আদায় হয়েছে বলে আদালতসূত্রে জানা গেছে।

ওষুধ বিক্রি করতে হলে লাইসেন্স নিতে হয়। লাইসেন্স তথা সরকারের স্বীকৃত সনদ বা অনুমতিপত্র ছাড়া ওষুধ বিক্রি দ-ণীয় অপরাধ। গতকাল বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু তাহের মো. সামসুজ্জোহা ও  মুসফিকুল হালিম দুটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। ভালাইপুর মোড়ের মীর মেডিকেল ফার্মেসিতে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত নমুনা ওষুধ পেয়েছেন। দোকানি দেখাতে পারেননি লাইসেন্স। ফলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু তাহের মো. সামসুজ্জামান তাৎক্ষণিকভাবে ৮ হাজার টাকা জরিমানার আদেশ দেন। জরিমানার টাকা সাথে সাথে আদায় হয়। একই বাজারের মালিতা ফার্মেসির মািলক হাবিবার রহমানকে লাইসেন্স ছাড়াই ওষুধের দোকান করে ওষুধ বিক্রির অপরাধে ২ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মুসফিকুল হালিম পরিচালিত ভ্রাম্যমাণ আদালত। একই আদালত একই অপরাধে দৌলাতদিয়াড় ফায়ার স্টেশন এলাকার মা মেডিকোর মালিক মুন্নুুকে ২ হাজার টাকা জরিমানা করেন। জরিমানার টাকা আব্দুস সাত্তারের ছেলে মুন্নু সাথে সাথে আদায় করাই কাউকেই আর কারাগারে যেতে হয়নি।