১ জানুয়ারি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী : চুয়াডাঙ্গায় দিনব্যাপী কর্মসূচি

 

 

আগামী ১ জানুয়ারি রোববার বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী। দিনটি যথাযথভাবে উদযাপনের লক্ষ্যে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে। সূর্যোদয়ের সাথে সাথে চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদ চত্বরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে কর্মসূচি শুরু হবে। সকাল ১০টায় চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের উদ্যোগে ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালি সাহিত্য পরিষদ চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সামনে এসে শেষ হবে। দুপুর ১২টায় জেলা ছাত্রদলের উদ্যোগে চুয়াডাঙ্গা প্রেসক্লাব অডিটরিয়ামে ‘বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় শহীদ জিয়ার অবদান’ শীর্ষক আলোচনাসভার মধ্যদিয়ে কর্মসূচি সম্পন্ন হবে।

দিনব্যাপী কর্মসূচিতে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সকল ইউনিটের নেতাকর্মীদেরকে সকাল ১০টার মধ্যে উপস্থিত হওয়ার জন্য আহ্বান করেছেন জেলা ছাত্রদলের ১ নং যুগ্ম আহ্বায়ক শামীম হাসান টুটুল। প্রেসবিজ্ঞপ্তি।