ঝিনাইদহের পোতাহাটিতে প্রতিরোধের মুখে দুটি হালের বলদ রেখে চোরের পলায়ন

 

বাজার গোপালপুর প্রতিনিধি: ঝিনাইদহ সদর উপজেলার কৃষক তোহিদের দুটি হালের বলদ চুরি করে পালানোর সময় গ্রামবাীির প্রতিরোধে গরু রেখে চোরদল পালিয়ে গেছে। গত মঙ্গলবার ভোর রাতে উপজেলার পোতাহটি গ্রামের এই ঘটনা ঘটেছে। খবর পেয়ে স্থানীয় ডাকবাংলা ক্যাম্প পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেছে।

গ্রামবাসি জানান, ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটি ইউনিয়নের পোতাহাটি গ্রামের মোন্নাফ মন্ডলের ছেলে ও তৗহিদুলের বাড়িতে ভোররাতে ৭-৮ জনের চোরদল হানা দিয়ে গোয়াল থেকে দু’টি হালের বলদ রেব করে নিয়ে আসে। গৃহকর্তা টের পেয়ে দেখতে পাই গোয়াল ঘরে তার গরু দু’টি নেই। বাড়ির বাইরে বেরিয়ে দেখতে পান একটি গরু ধরে রাখা হয়েছে এবং অন্য গরুটি ট্রাকে তোলা হচ্ছে। সে সময় চিৎকার দিলে পাড়া-প্রতিবেীশরা ছুটে এসে প্রতিরোধ গড়ে তুললে গরু ফেলে চোরদল ট্রাক নিয়ে দ্রুত পালিয়ে যাই। খবর পেয়ে স্থানীয় ডাকবাংলা ফাঁড়ি পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেছে বলে গ্রামবাীি জানিয়েছেন।