ওয়ার্নারের পর মেলবোর্নে স্মিথের সেঞ্চুরি

 

মাথাভাঙ্গা মনিটর: মেলবোর্নে পাকিস্তানের বিপক্ষে বক্সিং-ডে টেস্টের তৃতীয় দিন সেঞ্চুরি করে ১৪৪ রানে আউট হন অস্ট্রেলিয়ার ওপেনার ডেভিড ওয়ার্নার। আর দিন শেষে ৯৫ রানে অপরাজিত ছিলেন তিন নম্বরে নামা উসমান খাজা। কিন্তু চতুর্থ দিন ৯৭ রানেই থেমে গেছেন তিনি। তবে ১০ রান নিয়ে শুরু করে ১০০ রানে অপরাজিত আছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভেন স্মিথ। ফলে চতুর্থ দিন শেষে নিজেদের প্রথম ইনিংসে ৬ উইকেটে ৪৬৫ রান তুলেছে অস্ট্রেলিয়া। ৪ উইকেট হাতে নিয়ে ২২ রানে এগিয়ে অসিরা। ৯ উইকেটে ৪৪৩ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করেছিলো পাকিস্তান। বৃষ্টি সমস্যায় টেস্টের প্রথম দুই দিন খেলা হয়েছিলো ১০১ দশমিক ২ ওভার। তবে তৃতীয় দিন ঝামেলা করেনি বৃষ্টি। কিন্তু চতুর্থ দিন আবারো বৃষ্টির কবলে পড়ে মাত্র ৫৫ দশমিক ৫ ওভার লড়াই করতে পারে অস্ট্রেলিয়া ও পাকিস্তানের খেলোয়াড়রা। এ লড়াইয়ে দিনের সেরা খেলোয়াড় অস্ট্রেলিয়ার অধিনায়ক স্মিথ। টেস্ট ক্যারিয়ারের ১৭তম সেঞ্চুরি তুলে দিন শেষে ১০০ রানে অপরাজিত তিনি। তার ইনিংসে ৯টি বাউন্ডারি ছিলো। তবে দিনের শুরুতে সতীর্থ খাজা সেঞ্চুরি না পাওয়াতে কিছুটা হতাশ স্মিথ। ৯৫ রান নিয়ে শুরু করে ৯৭ রানে থেমে যান খাজা। পাকিস্তানের পেসার ওয়াহাব রিয়াজের শিকার হন তিনি। তার ১৬৫ বলের ইনিংসে ১৩টি বাউন্ডারি ছিলো। খাজার বিদায়ের পর স্মিথকে যোগ্য সঙ্গ দিয়েছেন পিটার হ্যান্ডসকম্ব। ৫৪ রানের দারুণ একটি ইনিংস খেলেন তিনি। এছাড়া ২২ রান আসে নিক ম্যাডিনসনের ব্যাট থেকে। উইকেটরক্ষক ম্যাথু ওয়েড ৯ রানে ফিরলে, ৭ রান নিয়ে স্মিথের সঙ্গী হয়ে দিন শেষ করেন পেসার মিচেল স্টার্ক। পাকিস্তানের সোহেল খান, ইয়াসির শাহ ও ওয়াহাব রিয়াজ ১টি করে উইকেট নিয়েছেন।