চুয়াডাঙ্গায় মহিলা বিষয়ক অধিদফতরের উদ্যোগ সাফল্য অর্জনকারী জয়িতাদের সংবর্ধনা

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় বিভিন্ন ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারীদেরকে সংবর্ধনা দেয়া হয়েছে। আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে মহিলা বিষয়ক অধিদফতর গতকাল মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এই সংবর্ধনার আয়োজন করে। এর আগে জয়িতা অন্বেষণে বাংলাদেশ কার্যক্রমের আওতায় ওই নারীদেরকে নির্বাচিত করা হয়। জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আব্দুল আওয়ালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সায়মা ইউনুস। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মো. সিদ্দিকুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন- মহিলা বিষয়ক অধিদফতরের দামুড়হুদা উপজেলা কর্মকর্তা রাজ কুমার পাল।

জেলা পর্যায়ে নির্বাচিত জয়িতারা হলেন- অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী- হালিমা খাতুন মিতা, সফল জননী হোসনে আরা বেগম, শিক্ষা ও চাকরির ক্ষেত্রে সাফল্য অর্জনকারী জবেদা খাতুন, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যোমে জীবন শুরু করে সফল শাহানাজ পারভীন ও সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় শামীম আরা খাতুন।

জেলা পর্যায়ে নির্বাচিত পাঁচজনের মধ্যে প্রথম চারজনই সদর উপজেলায় উপজেলা পর্যায়ে জয়িতা নির্বাচিত হয়েছিলেন। শামীম আরা নির্বাচিত হয়েছিলেন আলমডাঙ্গায় উপজেলা পর্যায়ে। উল্লেখিত পাঁচজন ছাড়াও সদর উপজেলায় উপজেলা পর্যায়ে সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় শাহিনা আক্তারকে সংবর্ধনা দেয়া হয়।