বাংলাদেশের মধ্যে ঝিনাইদহে প্রথম ই-নামজারি সিস্টেমের পাইলট প্রকল্প বাস্তবায়নের প্রশিক্ষণ কর্মসূচি

 

ঝিনাইদহ প্রতিনিধি: ভূমি তথ্য এবং সেবা কাঠামোর আওতায় ঝিনাইদহ সদর উপজেলায় ই-নামজারি সিস্টেমের পাইলট প্রকল্প বাস্তবায়নের জন্য ৪ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ কর্মসূচির উদ্বোধন করেন ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান মাহফুজুর রহমান।

ঝিনাইদহ জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- উপভূমি সংস্থার কমিশনার এসএম রইজ উদ্দিন আহম্মদ, এটুআই প্রোগ্রামের ন্যাশনাল কনসালটেন্ট মোহাম্মদ এনামুল হক, ঝিনাইদহ অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুর রউফ মণ্ডল, স্থানীয় সরকারের উপসচিব আবু ইউসুফ মোহাম্মদ রেজাউর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) খোদেজা খাতুন।

সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উসমান গনির উপস্থাপনায় কর্মশালায় ৬টি উপজেলার নির্বাহী কর্মকর্তা, এসিল্যান্ড উপস্থিত ছিলেন। ৪ দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালায় সদর উপজেলার ১৮টি ইউনিয়ন ও পৌর ভূমি অফিসের কর্মকর্তা এবং উপজেলা ভূমি অফিসের কর্মকর্তারা অংশ নেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রোগ্রামের সহযোগিতায় অনলাইনে নামজারি সিস্টেম বাস্তবায়িত হবে। সারাদেশের মধ্যে ঝিনাইদহ সদর উপজেলায় এ কর্মসূচি প্রথম বাস্তবায়িত হতে যাচ্ছে। এ পাইলট প্রকল্প বাস্তবায়িত হলে সাধারণ মানুষ সবধরনের হয়রানি ও দালালের প্রভাব ছাড়াই সহজেই ভূমিসেবা পাবেন বলে জানান আয়োজকরা।