রাসেলের কালো ব্যাট নিষিদ্ধ করলো ক্রিকেট অস্ট্রেলিয়া

 

মাথাভাঙ্গা মনিটর: বিগ ব্যাশে টি-টোয়েন্টিতে আন্দ্রে রাসেলের খেলা কালো ব্যাট নিষিদ্ধ করেছে ক্রিকেট ‍অস্ট্রেলিয়া। প্রথমে এই ব্যাটে খেলার অনুমতি দিলেও পরে সিদ্ধান্ত থেকে সরে আসে দেশটির ক্রিকেট বোর্ড। টুর্নামেন্টের প্রথম ম্যাচে সিডনি থান্ডারের হয়ে কালো ব্যাট দিয়ে খেলতে নেমেছিলেন ওয়েস্ট ইন্ডিজের তারকা এ অলরাউন্ডার। তবে কালো ব্যাটের রং বলে লেগে যাচ্ছিলো। এজন্য অনুমোদন তুলে নেয় ক্রিকেট অস্ট্রেলিয়া। বোর্ড থেকে জানানো হয়, আমরা আরও পর্যবেক্ষণ করে দেখেছি ম্যাচে কালো ব্যাটে বেশ কিছু সমস্যা রয়েছে। তাই আমরা এর অনুমোদনটি প্রত্যাহার করে নিচ্ছি। এর আগে বিগ ব্যাশের গত আসরে আরেক ক্যারিবীয় তারকা ক্রিস গেইল সোনালী রঙের ব্যাট দিয়ে খেলেছিলেন। এই দুটি ব্যাটই প্রস্তুত করেছে স্পার্টান নামেন ক্রীড়া সামগ্রীর একটি প্রতিষ্ঠান।