মন্ত্রণালয় ৪ মাস পর্যন্ত ছুটি মঞ্জুরের ক্ষমতা পেলো

 

স্টাফ রিপোর্টার: মন্ত্রণালয় এবং বিভাগগুলো প্রশাসন ক্যাডার ও সরকারের উপসচিব থেকে শুরু করে এর ওপরের পর্যায়ের কর্মকর্তাদের ৪ মাস পর্যন্ত অর্জিত ছুটি মঞ্জুরের ক্ষমতা পেলো। গতকাল বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোজাম্মেল হক খানের স্বাক্ষরে এ বিষয়ে একটি পরিপত্র জারি করা হয়েছে। এতোদিন জনপ্রশাসন মন্ত্রণালয় এ ছুটি মঞ্জুর করতো। প্রশাসনিক কাজে গতিশীলতা আনতে এ উদ্যোগ নেয়া হয়েছে বলে পরিপত্রে জানানো হয়েছে। তবে ৪ মাসের বেশি অর্জিত ছুটি অনুমোদনের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সুপারিশসহ প্রস্তাব জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠাতে হবে বলেও পরিপত্রে উল্লেখ করা হয়েছে।  পরিপত্রে বলা হয়েছে, বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, অধীনস্ত দফতর ও সংস্থায় কর্মরত বিসিএস প্রশাসন ক্যাডারের বিভিন্ন পর্যায়ের এবং সরকারের উপসচিব থেকে এর ওপরের পর্যায়ের কর্মকর্তাদের অর্জিত ছুটি জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে মঞ্জুর করা হয়। এতে আরও বলা হয়, মাঠ পর্যায়ের কর্মরত-কর্মকর্তাদের ছুটি মঞ্জুরের ক্ষমতা বিভাগীয় কমিশনারদের কাছে দেয়া হয়েছে।

পরিপত্র অনুযায়ী, ৪ মাস পর্যন্ত অর্জিত ছুটি মান্ত্রণালয় বা বিভাগ অনুমোদন করতে পারবে। তবে ৩ মাস বা এর বেশি সময়ের ছুটি মঞ্জুর করা হলে সংশ্লিষ্ট কর্মকর্তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) নিয়োগের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রস্তাব পাঠাতে হবে। অতিরিক্ত সচিব পর্যন্ত কর্মকর্তাদের দেশের অভ্যন্তরে অর্জিত ছুটি মন্ত্রণালয় বা বিভাগের সচিব বা সিনিয়র সচিব মঞ্জুর করবেন। সচিব ও সিনিয়র সচিবদের অর্জিত ছুটি মন্ত্রণালয় বা বিভাগের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী বা মন্ত্রী মঞ্জুর করবেন। তবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের পরিপত্রে বিদেশ ভ্রমণে অর্জিত ছুটি মঞ্জুরের ক্ষেত্রে ২০১১ সালের ১৯ জুনের প্রধামন্ত্রীর কার্যালয়ের পরিপত্র অনুসরণ করার কথা বলা হয়েছে।