ঝিনাইদহ প্রতিনিধি: সরকারের কাছ থেকে ১২ শতক জমি বন্দোবস্ত নিয়ে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছিলেন ঝিনাইদহের মহেশপুর উপজেলার কুশুমপুর গ্রামের আজিজুল হকের পরিবার। কিন্তু হঠাত করেই কিছুদিন আগে প্রতিবেশী মোয়াজ্জেম ও তার দলবল সরকারের কাছ থেকে বন্দোবস্ত নেয়া জমির ওপর থেকে আজিজুল হকের পরিবারের দুটি ধানের গোলাসহ একটি ঘর ভেঙেচুরে তছনছ করে দেয়। এমন কি ওই জমিতে পুনরায় ঘর তুলতে গেলে এখন জীবননাশের হুমকি পর্যন্ত দেয়া হচ্ছে অভিযোগ পাওয়া গেছে।
কুশুমপুর গ্রামের আজগর আলী জানান, মহেশপুর উপজেলার কুশুমপুর মৌজার ১৫৫ খতিয়ানের ৭০৬ নং দাগের ১২ শতক জমি ২০০৫ সালে সরকারের কাছ থেকে বন্দোবস্ত নেয় আজিজুল হক। পরে সরকারের কাছ থেকে ১২ শতক জমি বন্দোবস্ত নিয়ে সেখানে দুটি গোলা ও একটি টিনের ছাউনি দেয়া ঘর নির্মাণ করা হয়। যা কয়েক দিন আগে প্রতিবেশী মোয়াজ্জেম ও তার দলবল একেবারে ভেঙে দিয়েছে।
ইউপি সদস্য কহিনুর আক্তার জানান, ২০০৫ সালে সরকারের কাছ থেকে ১২ শতক জমি বন্দোবস্ত নেয় আজিজুল হক। কিন্তু শ্বরুপপুর ইউনিয়ন ভূমি কর্মকর্তা জিল্লুর রহমান কৌশলে আজিজুল হকের পরিবারকে কোন নোটিশ ছাড়ায় একই ডিসিআরের মাধ্যমে (০৫৬২৯৩) ২০১৫ সালে প্রতিবেশী আনোয়ারা বেগমের নামে সরকারের ১২ শতক জমির পরিবর্তে আমার নিজের মালিকানাধীন ৩ শতক জমিসহ ১৫ শতক জমি বন্দোবস্ত দিয়েছেন।