মেসির পায়ে প্লেস্টেশনের খেলা: সুয়ারেস

 

মাথাভাঙ্গা মনিটর: এসপানিওলের বিপক্ষে জাদুকরী ফুটবল উপহার দেয়া লিওনেল মেসিকে প্রশংসায় ভাসিয়েছেন লুইস সুয়ারেস। উরুগুয়ের এই স্ট্রাইকার মনে করছেন, মেসি মাঠে এমন কিছু মুহূর্তের জন্ম দেন যেগুলো কেবল প্লেস্টেশনে ফুটবল খেলার সময় দেখা যায়। গত রোববার রাতে কাম্প নউয়ে নগর প্রতিদ্বন্দ্বীদের ৪-১ গোলে হারায় বার্সেলোনা। দুটি গোলে অবদান রাখার সঙ্গে একটি গোল করেন মেসি। ভিডিও গেমের সঙ্গে বার্সেলোনার সবচেয়ে বড় তারকার ম্যাচ জেতানো পারফরম্যান্সের তুলনা করেছেন জোড়া গোল করা সুয়ারেস। ম্যাচের ৬৭তম মিনিটে চারজনকে কাটানো মেসির শট কোনোমতে ঠেকান এসপানিওলের বদলি গোলরক্ষক। ফিরতি বলে গোল করেন সুয়ারেস। ম্যাচ শেষে সুয়ারেস জানান, নিজে এ গোল করার চেয়ে অসাধারণ খেলা মেসিকে লক্ষ্যভেদ করতে দেখতে তার বেশি ভালো লাগতো। এটা যেন প্লেস্টেশন থেকে আসা কিছু। সে অনন্য একজন খেলোয়াড়। সুয়ারেসের গোলের দু মিনিট পর মেসির আরেকটি জাদুকরী কারিকুরি থেকে বল পেয়ে গোল করেন জর্দি আলবা। চলতি বছর এ পর্যন্ত বার্সেলোনার হয়ে সব ধরনের প্রতিযোগিতায় ৪৮ গোল করেছেন সুয়ারেস। তবে মেসি ছাড়িয়ে গেছেন তাকেও, করেছেন ৫১ গোল।