দেশের টুকিটাকি : শিক্ষা জীবনের শুরু আছে শেষ নেই : রাষ্ট্রপতি

শিক্ষা জীবনের শুরু আছে শেষ নেই : রাষ্ট্রপতি
স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, শিক্ষা জীবনের শুরু আছে কিন্তু শেষ নেই। শিক্ষা অর্জনের কোন বয়স নেই। জীবনভর শিক্ষা অর্জন করা যায়। গতকাল সোমবার দুপুরে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। গাজীপুরের বোর্ডবাজারে অবস্থিত বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে অনুষ্ঠিত সমাবর্তনে রাষ্ট্রপতি বলেন, জ্ঞানার্জনের ক্ষেত্রে উন্মুক্ত ও দূরশিক্ষণ ব্যবস্থা নবদিগন্তের উন্মোচন করেছে। শিক্ষাদানে নানাবিধ পদ্ধতি ও প্রযুক্তি ব্যবহার করে উন্মুক্ত শিক্ষা বিশ্বজুড়ে সবার কাছে সমাদৃত হয়েছে। প্রথাগত বিশ্ববিদ্যালয়ের বাইরে ব্যতিক্রমধর্মী প্রযুক্তিনির্ভর উন্মুক্ত ও দূরশিক্ষণভিত্তিক শিক্ষা কার্যক্রমের মাধ্যমে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় পাঠদান কার্যক্রম পরিচালনা করছে। তিনি বলেন, বর্তমান বিশ্বে উন্মুক্ত শিক্ষা ধারণায় অনেক পরিবর্তন এসেছে। দূরশিক্ষণের পাঠ ভার্চুয়াল শিক্ষাব্যবস্থায় প্রদান করা হচ্ছে। উন্মুক্ত বিশ্ববিদ্যালকে ভার্চুয়াল বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করতে ওপেন এডুকেশন রিসোর্স, আইসিটি ও অনলাইনভিত্তিক শিক্ষা প্রোগ্রামসহ শিক্ষার্থীদের জন্য লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম ব্যবহার করতে হবে। আমি  জেনে খুশি হয়েছি, এ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে সে লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

থার্টিফার্স্ট নাইটে সন্ধ্যার পর উন্মুক্ত স্থানে অনুষ্ঠান নিষিদ্ধ
স্টাফ রিপোর্টার: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল জানিয়েছেন, থার্টিফার্স্ট নাইটে সন্ধ্যা ৬টার পর থেকে উন্মুক্ত স্থানে সব ধরনের সভা-সমাবেশ ও অনুষ্ঠান বন্ধ থাকবে। এছাড়া ২৫ ডিসেম্বর বড়দিনে সারাদেশে গির্জাগুলোতে থাকবে বিশেষ নিরাপত্তা। গতকাল সোমবার সচিবালয়ে বড়দিন ও থার্টিফাস্ট নাইট উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সভা  শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষকারী বাহিনী সজাগ থাকবে। যদি  কেউ ইনডোরে কোনও অনুষ্ঠান করতে চান, তাহলে আগে থেকেই পুলিশকে জানাতে হবে। একইসঙ্গে কোনও আতশবাজিও  ছোড়া যাবে না। তিনি বলেন, অতি উৎসাহী যুবকরা আইনশৃঙ্খলা মানতে চায় না। এ কারণেই ওই রাতকে ঘিরে বিশেষ ব্যবস্থা নেয়া হবে। কূটনৈতিক জোনে নিরাপত্তা বাড়ানো হবে। এছাড়া থার্টিফাস্ট-এ সন্ধ্যা ৬টা থেকে রাত অবদি সব মদের  দোকান বন্ধ রাখার নির্দেশ দেন তিনি।

যুদ্ধাপরাধে মৃত্যুদ-াদেশপ্রাপ্ত পলাতক আসামির মৃত্যু
স্টাফ রিপোর্টার: যুদ্ধাপরাধের মামলায় মৃত্যুদ-াদেশপ্রাপ্ত পলাতক আসামি কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার গাজী আবদুল মান্নান (৮৯) মারা গেছেন। গতকাল সোমবার ভোরে নারায়ণগঞ্জের কাঁচপুর এলাকায় এক আত্মীয়ের বাসায় তার মৃত্যু হয় বলে জানান করিমগঞ্জ থানার অফিসার ইনচার্জ জাকির রাব্বানী। প্রসঙ্গত, মানবতাবিরোধী অপরাধের মামলায় গত ৩ মে  কিশোরগঞ্জের করিমগঞ্জের দুই ভাইসহ চার রাজাকারের মৃত্যুদ-াদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মৃত্যুদ-প্রাপ্ত আসামিরা হলেন- রাজাকার শামসুদ্দিন, রাজাকার নাসিরউদ্দিন আহমেদ, রাজাকার কমান্ডার গাজী আব্দুল মান্নান ও রাজাকার হাফিজ উদ্দিন। রাজাকার শামসুদ্দিন ছাড়া অন্যরা পলাতক।

শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করানো যাবে না
স্টাফ রিপোর্টার: সংবর্ধিত বা পরিদর্শনকারী ব্যক্তির প্রতি সম্মান দেখানোর নামে শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করানো যাবে না বলে নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। গতকাল সামবার শিক্ষা মন্ত্রণালয় অনুমোদিত ২০১৭ সালের ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জীতে এমন নির্দেশনা দেয়া হয়েছে। এতে বলা হয়েছে কোনো সরকারি কর্মকর্তার পরিদর্শন উপলক্ষে বিদ্যালয় ছুটি  দেয়া যাবে না। সংবর্ধনা বা পরিদর্শন উপলক্ষে শিক্ষার্থীদের ক্লাস বন্ধ করা যাবে না। এছাড়া সংবর্ধিত বা পরিদর্শনকারী ব্যক্তির প্রতি সম্মান দেখানোর জন্য শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করানো যাবে না বলেও এতে নির্দেশনা দেয়া হয়েছে। ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জী অনুযায়ী আগামী ২০১৭ শিক্ষাবর্ষে সরকারি-বেসরকারি মাধ্যমিক ও নিম্ন-মাধ্যমিক বিদ্যালয়ে ৮৫ দিন ছুটি থাকবে। শিক্ষা মন্ত্রণালয় ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জী অনুমোদন দিয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালকের কাছে পাঠিয়েছে। একই সঙ্গে এটি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে (িি.িসড়বফঁ.মড়া.নফ) প্রকাশ করা হয়েছে।