জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক পরিষদের সদস্য হলেন এমপি আলী আজগার টগর

 

দর্শনা অফিস: জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক পরিষদ (এনসিএসটি) গঠন করা হয়েছে। এ কমিটিতে সদস্য পদে মনোনীত হয়েছেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর। বিজ্ঞান ও প্রযুক্তি জাতীয় নীতি এবং পরিকল্পনা প্রণয়নে দিক নির্দেশনা প্রদানসহ পরিকল্পনা বাস্তবায়নে সমন্বয়, দেশের অর্থ সামাজিক উন্নয়নে সহায়ক গবেষণা ও উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রধীকার নির্ধারণে অর্থ বরাদ্দের ব্যবস্থা গ্রহণ, বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানের উন্নয়ন কার্যক্রমের মান ও কার্যকারিতা মূল্যায়নসহ ডিজিটাল বাংলাদেশ গঠনের প্রযোজনী কার্যক্রমের লক্ষ্যেই এ কমিটি গঠন করা হয়েছে। গত ৭ ডিসেম্বর গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সভাপতি করে ৫৩ সদস্য বিশিষ্ট (এনসিএসটি) পরিষদ গঠন করা হয়। দেশের সবকটি বিভাগ থেকে একজন করে সংসদ সদস্য এ কমিটির সদস্য পদ পেয়েছেন। খুলনা বিভাগ থেকে সদস্য পদ পেলেন, চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর। রাষ্টপ্রতির আদেশক্রমে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোস্তাফিজুর রহমান ও সহকারী সচিব মনজুর আহেমদ সাক্ষরিত পত্রে আলী আজগার টগরকে সদস্য পদের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এনসিএসটি’র সদস্য মনোনীত হওয়ায় এমপি আলী আজগার টগরকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন নির্বাচনী এলাকার আ.লীগের নেতাকর্মীরা।