চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির সাবেক সম্পাদক মরহুম শাহাবুদ্দিনের কল্যাণ তহবিলের মরণোত্তর চেক প্রদান

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক মরহুম অ্যাডভোকেট শাহাবুদ্দিনের কল্যাণ তহবিলের মরণোত্তর ১২ লাখ টাকার চেক আইনজীবী সমিতির নেতৃবৃন্দরা পরিবারের কাছে তুলে দিয়েছেন। গতকাল সোমবার সকাল ১০টার দিকে জেলা আইনজীবী সমিতির কার্যালয়ে চেকটি গ্রহণ করেন মরহুমের স্ত্রী শাহানাজ বেগম। এ সময় জেলা আইনজীবী সমিতির সভাপতি এমএম শাহজাহান মুকুল, সহসভাপতি শাহ আলম ও সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক সৈয়দ হেদায়েত হোসেন আসলাম এবং লাইব্রেরিয়ান আকছেদ আলী উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ২৪ অক্টোবর চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এবং জেলা জজ আদালতের সাবেক সরকারি কৌশলী (জিপি) অ্যাড. শাহাবুদ্দিন কোর্টপাড়াস্থ নিজবাড়িতে বার্ধক্য ও অসুস্থজনিত কারণে মৃত্যুবরণ করেন। তিনি বার কাউন্সিল থেকে ১৯৭৩ সালের ৩০ জানুয়ারি এনরোলমেন্ট প্রাপ্ত হয়ে চুয়াডাঙ্গা বারে যোগদান করেন। আলমডাঙ্গার নওলামারী গ্রামের মরহুম চিনির উদ্দিন মালিতা ও মরহুম নুরজাহান বেগমের ছেলে মরহুম শাহাবুদ্দিন ১৯৪৫ সালের ১৪ জুলাই জন্মগ্রহন করেন। মৃত্যুকালে তিনি স্ত্র  শাহনাজ বেগম ও তিন কন্যা সোনালী শবনম, নূর-এ-গুলশান ও নূর-এ-জান্নাতকে রেখে গেছেন। তিন মেয়েই বিবাহিত। অ্যাডভোকেট শাহাবুদ্দিন চুয়াডাঙ্গা আদর্শ মহিলা কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষসহ বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত ছিলেন।

 

Leave a comment