কার্পাসডাঙ্গায় প্রাক-বড়দিন ও প্রীতি উপহার প্রদান অনুষ্ঠান

 

কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা মিশন পল্লিতে প্রাক-বড়দিন ও প্রীতি উপহার প্রদান করা হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টার দিকে মিশন অডিটোরিয়াম প্রাঙ্গণে কার্পাসডাঙ্গা চাইল্ড স্পন্সরশিপ  প্রোগ্রাম বিডি ৩৩০’র সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রফিকুল হাসান। মিসেস শিপ্রা বিশ্বাস ও স্বাধীন সরকার বাইবেল পাঠ ও প্রার্থনার মধ্যদিয়ে অনুষ্ঠান শুরু হয়। বক্তব্য রাখেন মি. ইন্মানূয়েল ম-ল, মি. প্রকৃতি বিশ্বাস, মি. শঙ্কর বিশ্বাস, মি. রূপক অধিকারী, রেভা. বিলিয়ম সরদার, রেভা. ইন্মানূয়েল মিঠু মল্লিক, রেভা. মিখায়েল সরেন। এ সময় ছেলেমেয়েরা নাচ ও গান পরিবেশন করে। প্রধান অতিথি প্রাক-বড়দিনের কেক কাটা ও ছেলেমেয়েদের হাতে উপহার তুলে দেন। সমাপনী বক্তব্য রাখেন রেভা. ইন্মানূয়েল মিঠু মল্লিক।

 

Leave a comment