হেরেও শীর্ষে বাংলাদেশ : জিতেও বাদ পাকিস্তান

 

মাথাভাঙ্গা মনিটর: প্রাণপণ লড়াইয়েও যুব এশিয়া কাপে পাকিস্তানকে হারাতে পারলো না বাংলাদেশ। তবে ১ উইকেটের হারের পরও গ্রুপ সেরা সাইফ হাসানের দল। রান রেটে পিছিয়ে থাকায় জিতেও বাদ পড়েছে পাকিস্তান। সিঙ্গাপুরকে উড়িয়ে দেয়া আফগানিস্তান খেলবে শেষ চারে। ‘বি’ গ্রুপে দুটি করে জয় পাওয়া বাংলাদেশ (+১.৫৮৪), আফগানিস্তান (+১.৪২৫) ও পাকিস্তানের (+১.৩৬৮) পয়েন্ট সমান- ৯ করে। তিন দলই বোনাস পয়েন্ট নিয়ে হারিয়েছে সিঙ্গাপুরকে। সেমিফাইনালে বাংলাদেশ খেলবে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে। ফাইনালে যাওয়ার আরেক লড়াইয়ে আফগানিস্তানের প্রতিপক্ষ তিন ম্যাচেই বোনাস পয়েন্ট নিয়ে জেতা ভারত। আফগানিস্তানকে হারিয়ে টুর্নামেন্ট শুরু করা বাংলাদেশ পরের ম্যাচে উড়িয়ে দেয় সিঙ্গাপুরকে। পাকিস্তানের বিপক্ষে ব্যাটিঙে সুবিধা করতে পারেনি সাইফের দল। ১ বল বাকি থাকতেই অলআউট হয় যায় ২৩০ রানে। জবাবে ৫ বল বাকি থাকতে লক্ষ্যে পৌঁছায় পাকিস্তান। লক্ষ্য তাড়ায় দলকে উড়ন্ত সূচনা এনে দেন মোহাম্মদ জাহিদ আলম (৫০)। রান আউট হওয়ার আগে ৩২ বলের ইনিংসতে ৮টি চার ও একটি ছক্কা হাঁকান এ উদ্বোধনী ব্যাটসম্যান। ফিরতি ক্যাচ নিয়ে মহসিন খানকে ফেরান সাইফ। তবে আব্দুল্লাহ শফিক, নাসির নওয়াজ ও আলি আসিফের ব্যাটে কক্ষপথেই থাকে পাকিস্তান। এক সময়ে ৪ উইকেটে ২০১ রানে পৌঁছে যায় দলটি। ওয়াকার আহমেদকে বোল্ড করে পাকিস্তানের ইনিংসের ধসের শুরু করেন শওকত হোসেন। দ্রুত আরও ৪ উইকেট হারিয়ে বিপদে পড়ে দলটি। ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে নেয়ার পর সুযোগ হারায় বাংলাদেশ। ভাঙতে পারেনি প্রতিপক্ষের শেষ উইকেট জুটি। অবিচ্ছিন্ন ১৭ রানের জুটিতে দলকে জেতান সাদ খান ও মোহাম্মদ হাসনাইন কিন্তু বাদ পড়া ঠেকাতে পারেননি। এর আগে রোববার গল ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে নবম ওভারে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। ফিরে যাওয়ার আগে ৩০ বলে ৫ রান করে মাহিদুল ইসলাম অঙ্কন। মন্থর ব্যাটিঙে পিছিয়ে ছিলেন না অধিনায়ক সাইফও। ৩২ রান করতে ৬০ বল খেলেন এ উদ্বোধনী ব্যাটসম্যান। শুরুর মন্থর ব্যাটিং চাপে ফেলে বাংলাদেশকে। ২৯তম ওভারে ১০০ রানের মধ্যে চার উইকেট হারায় তারা। সেখান থেকে দলকে লড়াইয়ের পুঁজি এনে দেয়ার কৃতিত্ব আফিফ ও মোহাম্মদ রকিবের। পঞ্চম উইকেটে এই দু জনে গড়েন ৭৭ রানের চমৎকার জুটি। রানের গতি বাড়ানোর চেষ্টায় ফিরেন আফিফ। ৯৪ বলে খেলা তার ৮০ বলের ইনিংসটি গড়া ৮টি চার ও দুটি ছক্কায়।