চুয়াডাঙ্গায় জেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের আচরণবিধি সংক্রান্ত মতবিনিময়সভা অনুষ্ঠিত

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় জেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের আচরণবিধি সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকেল ৪টায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে ওই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সায়মা ইউনুস। অতিথি ছিলেন ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোহাম্মদ বেলায়েত হোসেন, জেলা নির্বাচন কর্মকর্তা আনিছুর রহমানসহ আরও অনেকে। এছাড়া নির্বাচনে অংশ নিতে ইচ্ছুক জেলার সকল চেয়ারম্যান ও মেম্বার পদপ্রার্থীরা উপস্থিত ছিলেন।

সভায় জানানো হয়, এবার প্রথমবারের মতো ভিন্ন আঙ্গিকে জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। জেলায় মোট ১৫টি কেন্দ্রে ভোটার সংখ্যা ৫২৮। প্রার্থীদের অন্য নির্বাচনের মতো সকল আচরণবিধি মেনে চলতে হবে। এর বিপরীত ঘটলে জরিমানা বা কারাদ- অথবা উভয় দ-ে দ-িত করার বিষয়ে সতর্ক করা হয়। এছাড়া কোনো অনাকাক্সিক্ষত ঘটনা ঘটলে জেলা প্রশাসক, পুলিশ সুপার অথবা জেলা নির্বাচন কর্মকর্তাকে জানানোর জন্য বলা হয়।

জেলা নির্বাচন কর্মকর্তা আনিছুর রহমান জানান, জেলায় গত কয়েকটি নির্বাচনের মতো জেলা পরিষদের নির্বাচনও সুষ্ঠুভাবে সম্পন্ন হবে। তবে এবার মাঠে বিজিবি কাজ করবে না। প্রত্যেক কেন্দ্রে পুলিশ ও আনসার সদস্য মোতায়ন করা হবে।

জেলা পরিষদ নির্বাচন বিষয়ে ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোহাম্মদ বেলায়েত হোসেন জানান, পূর্বের নির্বাচনের মতো এবারের নির্বাচনও অবাধ ও সুষ্ঠু হবে। নির্বাচন সুষ্ঠু করতে গত কয়েকটি নির্বাচনের মতো এবারও নিরাপত্তা জোরদার করতে কাজ করবে জেলা পুলিশ।

 

বিজয় দিবস উপলক্ষে হারদী এমএস জোহা ডিগ্রি কলেজ ও হারদী ইউপির কর্মসূচি পালন

আলমডাঙ্গা ব্যুরো: মহান বিজয় দিবস উপলক্ষে আলমডাঙ্গার হারদী এমএস জোহা ডিগ্রি কলেজ বিভিন্ন কর্মসূচি পালন করে। দিনটি উপলক্ষে সকালে কলেজ ক্যাম্পাসে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন অধ্যক্ষ ওমর ফারুক। এরপর কলেজ ক্যাম্পাস থেকে হারদী বাজারে বিজয়র‌্যালি বের করা হয়। শেষে ক্যাম্পাসে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। অধ্যক্ষ ওমর ফারুকের সভাপতিত্বে ওই আলোচনাসভায় প্রধান আতিথি ছিলেন কলেজ পরিচালনা পরিষদের অন্যতম সদস্য মহিনুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন- উপাধ্যক্ষ নিয়ামত আলী, অভিভাবক সদস্য মহর আলী ও মজিবর রহমান। ইতিহাস বিভাগের প্রভাষক একেএম ফারুকের উপস্থাপনায় বক্তব্য রাখেন- অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক রোকনুজ্জামান ডাবলু, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক আব্বাস আলী, আরবি বিভাগের প্রভাষক আব্দুর রাজ্জাক। এ সময় কলেজের সকল শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

অন্যদিকে দিনটি হারদী ইউনিয়ন পরিষদ পৃথক কর্মসূচি পালন করে। সকাল সাড়ে ৯টায় হারদী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ১ নং প্যানেল চেয়ারম্যান আবুল কালাম আজাদের সভাপতিত্বে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন ইউপি চেয়ারম্যান নূরুল ইসলাম। বক্তব্য রাখেন, ইউপি সচিব সোহরাব উদ্দিন, প্যানেল চেয়ারম্যান-২ সিদ্দিকুর রহমান, প্যানেল চেয়ারম্যান-৩ শারমীনা আক্তার, মহিলা সদস্য পারভীনা খাতুন, মহিলা খাতুন, সদস্য শেখ শাহনুর হাসান টিপু, আবু বকর সিদ্দিক, মুনতাজ আলী, মুনসুর আলী, আজিজুর রহমান হীরক, খাইরুল আলম হররোজ, ফরিদ উদ্দিন, গ্রাম আদালত সহকারী মাজেদা খাতুন ও মাহফুজুর রহমান জুয়েল।