বৃত্তবান মানুষদেরকে দুস্থদের পাশে দাঁড়ানোর আহ্বান

চুয়াডাঙ্গা চেম্বারের উদ্যোগে দুস্থদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে জেলা প্রশাসক

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে গতকাল শনিবার সকাল ১০টায় দুস্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা চেম্বারের সভাপতি ইয়াকুব হোসেন মালিক।

জানা গেছে, গতকাল শনিবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে দুস্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক সায়মা ইউনুস। এ সময় তিনি বলেন, চুয়াডাঙ্গায় শীতের তীব্রতা বৃদ্ধির সাথে সাথে চুয়াডাঙ্গা চেম্বার যে উদ্যোগ গ্রহণ করেছে তার জন্য চেম্বারের সকল নেতৃবৃন্দকে সাধুবাদ জানাই। তিনি আরও বলেন, দুস্থদের কল্যাণে চেম্বার কাজ করে চলেছেন আগামীতেও এ কাজ অব্যাহত থাকবে বলে আমি আশা প্রকাশ করছি। এ সময় তিনি জেলার সকল বৃত্তবান মানুষদেরকে দুস্থদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। সাথে সাথে তিনি চুয়াডাঙ্গা চেম্বারকেও সাধুবাদ জানান। সমাজের প্রত্যেক বিত্তবান ব্যক্তি যদি তাদের প্রতিবেশীদেরকে খেয়াল রাখে, যদি একজন দুস্থ ব্যক্তিকেও সহযোগিতা করেন তাহলে অনেক দুস্থ ব্যক্তিই উপকৃত হবেন। অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন সিঙ্গাপুরস্থ বাংলাদেশ সোসাইটির প্রধান উপদেষ্টা সহসভাপতি সিঙ্গাপুর বিজনেস চেম্বার ও চেয়ারম্যান সাহেদ গ্রুপ হাজি সাহিদুজ্জামান টরিক। চুয়াডাঙ্গা চেম্বারের সহসভাপতি মঞ্জুরুল আলম মালিক লার্জের কোরআন তেলাওয়াতের মাধ্যমে কম্বল বিতরণ অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা চেম্বারের সভাপতি ইয়াকুব হোসেন মালিক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা চেম্বারের সিনিয়র সহসভাপতি শাহারিন হক মালিক, সহসভাপতি মঞ্জুরুল আলম মালিক লার্জ, পরিচালক একেএম সালাউদ্দিন মিঠু, সালাউদ্দিন মো. মত্তুর্জা, এসএম তসলিম আরিফ বাবু, আরিফ হোসেন জোয়ার্দ্দার সোনা, হারুন অর রশিদ, তাজুল ইসলাম তাজু, কিশোর কুমার কুণ্ডু, এএনএম আরিফ ও কামরুল ইসলাম হিরা। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন দৈনিক সমকালের চুয়াডাঙ্গা প্রতিনিধি সাংবাদিক খাইরুল ইসলাম।