প্রথম বিভাগ হ্যান্ডবল লিগে আশরাফপুর জনকল্যাণ ক্লাব জয়ী

 

মেহেরপুর অফিস: মেহেরপুর জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে কিউট প্রথম বিভাগ হ্যান্ডবল লিগের খেলায় মেহেরপুর সদর উপজেলার আশরাফপুর জনকল্যাণ ক্লাব জয়লাভ করেছে। গতকাল শনিবার বিকেল ৩টায় মেহেরপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় আশরাফপুর জনকল্যাণ ক্লাব ৬-১ গোলে মেহেরপুর প্রগতি পরিমেলকে পরাজিত করে। বিজয়ী আশরাফপুর জনকল্যাণ ক্লাবের শামীম একাই ৬টি গোল করেন। বিজীত মেহেরপুর প্রগতি পরিমেলের তারিক একমাত্র গোলটি করেন। খেলা পরিচালনা করেন একে আজাদ টিটু ও কামাল হোসেন মিন্টু।

Leave a comment