দেশের টুকরো খবর : এই দেশে কোচিং বাণিজ্য চলবে না : শিক্ষামন্ত্রী

এই দেশে কোচিং বাণিজ্য চলবে না : শিক্ষামন্ত্রী

স্টাফ রিপোর্টার: বাংলাদেশে কোনো কোচিং-বাণিজ্য চলবে না বলে হুঁশিয়ার করে দিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এ বিষয়ে শব্দের কোনো অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্তি তৈরি না করতে সংবাদকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। শনিবার রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে মাদ্রাসা শিক্ষা বোর্ডের ‘ইন্টারঅ্যাকটিভ ডিজিটাল মাদ্রাসা টেক্সট বুক’-এর উদ্বোধন অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন। নুরুল ইসলাম নাহিদ বলেন, আমি পরিষ্কার বলে দিচ্ছি যে, এই দেশে কোচিং-বাণিজ্য চলবে না। এই দেশে গাইড বই, নোটবই চলবে না। এই দেশে আমাদের ছেলেমেয়েদেরকে প্রতারণা করে অর্থ লাভ করবার জন্য কেউ কোনো ধরনের পদ্ধতি অনুসরণ করে এগিয়ে যেতে পারবেন না। এটাই আইনে আসবে। উপস্থিত ছিলেন মাদরাসা শিক্ষা অধিদফতরের মহাপরিচালক বিল্লাল হোসেন, বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ড. এম কায়কোবাদ প্রমুখ। মন্ত্রী বলেন, মাদরাসা জঙ্গিবাদের আস্তানা নয়। নতুন প্রজন্মকে আধুনিক বাংলাদেশের নির্মাতা হিসেবে গড়ে তোলার দায়িত্ব শিক্ষক-অভিভাবক সবার।

 

শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষে ভর্তি শুরু আজ

স্টাফ রিপোর্টার: সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবি) ২০১৬-১৭ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি প্রক্রিয়া শুরু হচ্ছে আজ। শাবির ভর্তি কমিটির সদস্য সচিব অধ্যাপক এএইচএম বেলায়েত হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, রোববার সকাল ৯টা থেকে মেধা তালিকা অনুযায়ী বি ইউনিট (গ্রুপ-১) এর ১ থেকে ৭০০ পর্যন্ত, পরদিন সোমবার সকাল ৯টায় মেধা তালিকায় স্থান পাওয়া একই ইউনিটের গ্রুপ-১ এর ৭০১ থেকে ১১৫৯ পর্যন্ত ও বেলা ২টায় গ্রুপ-২ এর ১ থেকে ৩০ পর্যন্ত শিক্ষার্থীদের ভর্তি করানো হবে। এরপর বিকেল ৩টা থেকে বি ইউনিটের অধীনে মেধাতালিকায় স্থান পাওয়া সব ধরনের কোটায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম চলবে। ২০ ডিসেম্বর সকাল ৯টায় এ ইউনিটে বিজ্ঞান বিভাগে মেধাতালিকায় ১ থেকে ২২৪ ও ১১টায় মানবিকের মেধা তালিকায় ১ থেকে ৩১০ এবং বেলা দুইটায় বাণিজ্যের মেধা তালিকার ১ থেকে ৮৪ পর্যন্ত শিক্ষার্থীদের ভর্তি অনুষ্ঠিত হবে। একই দিন বিকাল ৪টায় এ ইউনিটের অধীনে সব ধরনের কোটায় মেধাতালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীদের ভর্তি করা হবে। আসন খালি থাকা সাপেক্ষে অপেক্ষমান তালিকা থেকে ভর্তি কমিটির বৈঠকের পর এ মাসের শেষেই নতুন করে ডাকা হবে বলে। ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট এবং ০১৫৫৫৫৫৫০০১-৪ হটলাইনে যোগাযোগ করে জানা যাবে।

 

গাজীপুরে বাসলেগুনা সংঘর্ষ, নিহত

স্টাফ রিপোর্টার: গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বাস-লেগুনা সংঘর্ষে চালকসহ ছয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ছয়জন। শনিবার সকাল পৌনে ৭টার দিকে ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের পশ্চিম পাশের এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- লেগুনা চালক গোপালগঞ্জের মুকসুদপুরের কৈলা গ্রামের মোতালেব মাতুব্বরের ছেলে সুজন (২০), যাত্রী নেত্রকোণার কলমাকান্দা উপজেলার রঘুরামপুর গ্রামের আবদুল হাসিমের ছেলে আবুল হোসেন (৫০), শেরপুরের নালিতাবাড়ির ভূরুঙ্গা গ্রামের মোহাম্মদ আলীর ছেলে মো. উকিল মিয়া (৪৫), সুনামগঞ্জের সালনার গোবিন্দ্রপুর গ্রামের তুলসি দাসের ছেলে প্রাণনাথ দাস (৩৮), তার চাচাতো ভাই বকুল চন্দ্র দাস (৩৫) ও জামালপুরের বকশিগঞ্জের নিলইক্ষ্যা গ্রামের বাবুল মিয়ার স্ত্রী আমেনা বেগম (৪৫)। আহতদের মধ্যে দুইজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, একজনকে ঢাকার পঙ্গু হাসপাতাল এবং আরেকজনকে গাজীপুর তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতলে ভর্তি করা হয়েছে। নাওজোর হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই মো. এমরান হোসেন জানান, গাজীপুরগামী লেগুনার সাথে বিপরীত দিক থেকে আসা বাসের সংঘর্ষ হলে লেগুনাটি দুমড়ে-মুচড়ে চালকসহ ছয়জন নিহত হয়।

 

রাজশাহীতে ১১ কঙ্কাল উদ্ধার 

স্টাফ রিপোর্টার: রাজশাহীর চর মাজারদিয়ার পূর্বপাড়া থেকে মানুষের ১১টি কঙ্কাল উদ্ধার করেছেন বিজিবি সদস্যরা। কঙ্কালগুলো শনিবার ভোরে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে আনা হচ্ছিলো। বিজিবির চর মাজারদিয়া পোস্টের কমান্ডার নায়েব সুবেদার আরশাদ আলী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১১টি কঙ্কাল উদ্ধার করা হয়। এগুলো ভারত থেকে বাংলাদেশে পাচার করে আনা হচ্ছিলো। এর মূল্য দেড় লাখ টাকার বেশি। এগুলো রাজশাহী শুল্ক বিভাগে জমা দেয়া হবে। অভিযানের সময় বিজিবির টহল দলের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা কঙ্কালগুলো ফেলে পালিয়ে যায় বলে জানান সুবেদার আরশাদ আলী।

 

কানাডায় ওষুধ খেয়ে জনের মৃত্যু

মাথাভাঙ্গা মনিটর: কানাডার ভ্যানকুভারে বিগত ২৪ ঘণ্টায় পেইনকিলার ফেন্টানিল অপিওইডের মাত্রাতিরিক্ত প্রয়োগে ৯ জনের মৃত্যু হয়েছে। শহরের মেয়র গ্রেগর রবার্টসন আরো অনেকের মৃত্যুর আশঙ্কা করছেন। দুই মিলিগ্রাম বিশুদ্ধ ফেন্টানিল (চার দানা লবণের সমান) গড়পরতা মানুষের মৃত্যু ঘটাতে পারে। গত এপ্রিলে মার্কিন সঙ্গীত শিল্পী প্রিন্স দুর্ঘটনাবশত এই ড্রাগ বেশি নিয়ে ফেলায় মৃত্যুবরণ করেছিলেন। রবার্টসন বলেন, এখন আমাদের সামনে কঠিন সময়। এই সময়ে কোনো ইতিবাচক কিছু দেখছি না, আমরা একদম দুঃসময়ের অতল স্পর্শ করেছি। ২০১৫ সালে ওষুধ সংক্রান্ত অপব্যবহারের কারণে কানাডায় ২ হাজার মানুষ মৃত্যুবরণ করেছে। সরকার জনস্বার্থে জরুরি স্বাস্থ্যসেবায় কোটি কোটি ডলার খরচ করেছে। কিন্তু রবার্টসন মনে করেন, এই খাতে আরো অর্থ খরচ প্রয়োজন। ভ্যানকুভার শহরের পুলিশ প্রধান অ্যাডাম পামার এই ড্রাগে আসক্তদের সহযোগিতায় আরো উদ্যোগ প্রয়োজন বলে মনে করেন। ভ্যানকুভারে প্রতি মাসে ১৫ জন মাত্রাতিরিক্ত ড্রাগ ওভারডোজে মারা যায়। তিনি জানিয়েছেন, শহরের ইস্টসাইড ডাউনটাউনে এই মৃত্যুর ঘটনাগুলো বেশি ঘটছে। শহরের মর্গ পরিচালক বলেছেন, বর্তমানে মর্গগুলোর সক্ষমতার চেয়েও বেশি মৃতদেহ রয়েছে।

 

তুরস্কের বিমান হামলায় ২০ আইএস জঙ্গি নিহত

মাথাভাঙ্গা মনিটর: সিরিয়ায় ইসলামিক স্টেটকে লক্ষ্য করে চালানো বিমান হামলায় গত ২৪ ঘণ্টায় ২০ জঙ্গি নিহত হয়েছে। গতকাল শনিবার তুর্কি সেনাবাহিনীর বিবৃতিতে এ কথা বলা হয়। বিবৃতিতে বলা হয়, সিরিয়ার উত্তরাঞ্চলে বিগত ২৪ ঘণ্টায় আইএস অবস্থানে ক্রমাগত হামলা চালিয়ে গেছে তুর্কি যুদ্ধবিমান। বিমান থেকে ৬৪টি লক্ষ্যে হামলা চালানো হয়। এছাড়া আরো ২০৬টি আইএস অবস্থানে গোলাবারুদ ও অন্যান্য অস্ত্র দিয়ে আঘাত হেনেছে তুরস্ক।

 

শীতে জমে যাওয়া এই নারীকে নিয়ে তুলকালাম

মাথাভাঙ্গা মনিটর: রাতভর তুষারপাত হয়েছিলো। পার্ক করা গাড়িটিও তুষার আবৃত। আর সেই গাড়ির ভেতরে বসে আছেন সিট বেল্ট লাগানো অক্সিজেন মাস্ক পরা এক বয়োবৃদ্ধ নারী। এমন বাস্তবতায় নিশ্চয়ই কেউ নিজেকে স্থির রাখতে পারবে না। কিন্তু ঘটনার এখানেই শেষ নয়। এনিয়ে ঘটে গেলো তুলকালাম কাণ্ড। পুলিশ বিভাগে ফোন গেলো, হাডসন শহরে পার্ক করা একটি গাড়িতে শীতে মরে জমে গেছেন এক নারী। খবর পেয়ে ঘটনাস্থলে হাজির নিউইয়র্ক পুলিশ। তাৎক্ষণিক গাড়ি ভেঙে ওই নারীকে উদ্ধার করা হলো।
কিন্তু ততোক্ষণে পুরো ঘটনা বুঝতে পেরে বিস্মিত পুলিশ। এমন কাণ্ড কেউ ঘটাতে পারে। মূলত যাত্রীর আসনে অক্সিজেন মাস্ক পরিয়ে নারীসাজে বসিয়ে রাখা হয়েছিলো একটি পুতুল। তবে পোশাক, চশমা, শরীরের চামড়া, মুখে কালো দাগ, দাঁত ও জুতো দেখে সেটা একটু দূর থেকেও বুঝা সম্ভব ছিলো না। ওই পুতুলের মালিক জানিয়েছে, চিকিৎসা প্রশিক্ষণে সহযোগিতা দিতে এটি ব্যবহার করতেন তিনি। পরে ওই মালিককে শনাক্ত করে পুলিশ। আর সে নিজেই পুলিশকে খবরটি দিয়েছিলো। এ ঘটনায় বেজায় চটেছে পুলিশ। এছাড়া শহর কর্তৃপক্ষ হুঁশিয়ারি দিয়েছে, কেউ এমন করে গাড়িতে পুতুল সাজিয়ে রাখলে, তার গাড়ির জানালা ভেঙে দেয়া হবে।

 

ধর্ষণের পর ইঞ্জিনিয়ারিং ছাত্রীকে পুড়িয়ে খুন

মাথাভাঙ্গা মনিটর: জয়া ভারতী (২০) নামে ইঞ্জিনিয়ারিঙের তৃতীয়বর্ষের এক ছাত্রীকে ধর্ষণের পর পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে। রাঁচীর বুটি মোড়ে জয়ার ঘর থেকে শুক্রবার তার পুড়ে যাওয়া দেহ উদ্ধার করে পুলিশ। বরকাখানার বাসিন্দা জয়া ভারতী রাঁচীর একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে পড়তেন। বস্তির একটি ঘরে তিনি একাই ভাড়া থাকতেন। শুক্রবার সকালে তার ঘর থেকে ধোঁয়া বেরোতে দেখে প্রতিবেশীরা পুলিশে খবর দেয়। প্রাথমিক তদন্তে অনুমান, ধর্ষণ করে ওই ছাত্রীকে পুড়িয়ে মারা হয়েছে। ডিএসপি (সদর) বিকাশ শ্রীবাস্তব বলেন, একাধিক দুষ্কৃতী জড়িত বলে অনুমান। ময়নাতদন্ত হচ্ছে। জয়ার বান্ধবীরা জানিয়েছে, খুবই শান্ত ও পড়াশোনায় ভালো ছিলো জয়া। জয়ার বাবা নাগেশ্বর মাহাতো জানান, তার চার মেয়ের মধ্যে জয়াই ছিলেন সব থেকে মেধাবী। এ ঘটনায় কলেজের ছাত্রছাত্রীরা বিক্ষোভ করে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Leave a comment