স্টাফ রিপোর্টার: বাংলাদেশ আরচ্যারী ফেডারেশনের উদ্যোগে ও চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় তৃণমূল থেকে আঞ্চলিক পর্যায়ে বাছাইকৃত প্রতিভাবান খেলোয়াড় প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধন করলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি ও হুইপ বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি। গতকাল শনিবার সাড়ে ১২টায় চুয়াডাঙ্গা নতুন স্টেডিয়ামে তীর-ধনুক চালিয়ে এ প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ ও চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার সভাপতি সায়মা ইউনুস। উদ্বোধনের আগে জেলা ক্রীড়া সংস্থার সভাপতি সায়মা ইউনুসের সভাপতিত্বে আলোচনাসভায় বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি অতিরিক্ত জেলা প্রশাসক আঞ্জুমানআরা বেগম, চুয়াডাঙ্গা পুলিশ সপুারের প্রতিনিধি ডিআইও-১ নাজমুল হক, চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক জাতীয় ক্রীড়া সংগঠক চুয়াডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নঈম হাসান জোয়ার্দ্দার। আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাসুদউজ্জামান লিটু, চুয়াডাঙ্গা শিল্প-বণিক সমিতির সভাপতি ইয়াকুব হোসেন মালিকসহ চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার সকল নির্বাহী সদস্যগণ। উল্লেখ্য আরচ্যারী প্রশিক্ষণ ক্যাম্পে রাজশাহী, চাপাইনবাবগঞ্জ ও চুয়াডাঙ্গার জেলার বাছাইকৃত খেলোয়াড়গণ প্রশিক্ষণ গ্রহণ করবে।