মুন্সিগঞ্জ প্রতিনিধি: আলমডাঙ্গার মুন্সিগঞ্জ সংহতি সংঘের আয়োজনে মুন্সিগঞ্জ বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে আন্তঃইউনিয়ন ব্যাডমিন্টন টুর্নামেন্টে আয়োজন করা হয়। টুর্নামেন্টে মোট ৮টি দল অংশগ্রহণ করে। গতকাল শনিবার রাত ৮টার সময় খেলার ফাইনালে বেতবাড়িয়া গ্রামের সুফল ও উৎপল জুটি চ্যম্পিয়ন হয় এবং রানারআপ হয় সোনাতনপুর গ্রামের বিষ্ণু ও সজিব জুটি। খেলা শেষ চ্যাম্পিয়ন ও রানারআপ দলের হাতে ট্রফি তুলে দেয়া হয়।
চুয়াডাঙ্গায় আরচ্যারী প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধন করলেন হুইপ ছেলুন জোয়ার্দ্দার